Thursday, November 6, 2025

বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার রক্ষা প্রসঙ্গে ইউনুসকে কড়া বার্তা দিতে ফোন সুলিভানের

Date:

বাংলাদেশে অশান্তি অব্যাহত!সেখানে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ৷এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সারা বিশ্ব ৷ এই আবহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে ফোন করলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান৷ মার্কিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার রক্ষা প্রসঙ্গে দীর্ঘ ফোনালাপ হয় দুই দেশের উপদেষ্টার মধ্যে ৷

সোমবার ইউনুসকে ফোন করেন জেক সুলিভান৷ কথোপকথনে দু’জনেই জাতি ও ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার বজায় রাখার পক্ষে সাওয়াল করেন৷ সেই সঙ্গে, সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মার্কিন প্রশাসনের সমর্থন প্রসঙ্গেও কথা হয় দু’জনের মধ্যে ৷ আগামী দিনেও এই সাহায্য বজায় থাকবে বলে জানান জেক সুলিভান ৷

গত ৫ অগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগস্ট সেদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নেন মহম্মদ ইউনুস ৷ তিনি দায়িত্বে আসার পর সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের একের পর এক ঘটনার অভিযোগ উঠতে থাকে ৷ হিন্দু মন্দিরে ভাঙচুর, বিগ্রহ ভেঙে দেওয়া ইত্যাদি ঘটনারও অভিযোগ ওঠে ৷ ঘটনায় তীব্র নিন্দা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷এমনকী, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ দেখানো হয় মার্কিন মুলুকে ৷ এরপরই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতামত জানতে চেয়ে হোয়াইট হাউসের তরফে ১৩ ডিসেম্বর একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ সেই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের ৷ প্রেসিডেন্টের দাবি, সেদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বজায় রাখার দায় অন্তর্বর্তী সরকারের৷ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের বলে জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কার্বি ৷

উল্লেখ্য, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় ভারত-বাংলাদেশে সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ৷ চলতি মাসের গোড়ায় দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি খানিক উন্নত হলেও, সম্প্রতি ময়মনসিংহ ও দিনাজপুরের হিন্দু মন্দিরে হামলার ঘটনায় ফের জল্পনা শুরু হয় ৷ ঘটনাচক্রে, এই আবহে মঙ্গলবার ৬ দিনের মার্কিন সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, তার সফরের আগে মার্কিন-বাংলাদেশ ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷দেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় ইউনুসকে আরও কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন সুলিভান। যদিও এই ফোনালাপ নিয়ে মুখে কুলুপ এটেছে ইউনুস সরকার।

 

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version