Thursday, December 25, 2025

শালিমার স্টেশনে ট্রেন বাতিলের জেরে রেল অবরোধ, ঘোষণার ভুল জানাল রেল

Date:

Share post:

শালিমার স্টেশনে ট্রেন বাতিলের জেরে রেল অবরোধ৷মঙ্গলবার সকাল থেকে প্রায় দু’ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়৷ বিক্ষোভকারী যাত্রীদের অভিযোগ, এদিন সকালে শালিমার স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ স্পেশাল এক্সপ্রেস ছাড়ার কথা ছিল৷ কিন্তু, কোনও বিজ্ঞপ্তি ছাড়া নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে ট্রেন বাতিল বলে ঘোষণা করে দক্ষিণ-পূর্ব রেল ৷ তারই প্রতিবাদে রেললাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা ৷

যাত্রী বিক্ষোভ ও রেল অবরোধের খবর পেয়ে আরপিএফ এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷ যাত্রীদের প্রতিশ্রুতি দেওয়া হয়, বেলা 12টার সময় ট্রেন দেওয়া হবে ৷ কিন্তু, মৌখিক প্রতিশ্রুতি নয় ৷ বিক্ষোভকারী যাত্রীরা দাবি করেন, কর্তৃপক্ষকে লিখিত দিতে হবে ৷ আর লিখিত প্রতিশ্রুতি না-পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন যাত্রীরা ৷

যদিও, রেলের আধিকারিকরা বারবার যাত্রীদের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান ৷ যাত্রীরা অভিযোগ করেছেন, রেলের দাবি গত ৯ ডিসেম্বর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৷ কিন্তু, তা সত্ত্বেও সোমবার, ২৩ ডিসেম্বর পর্যন্ত তৎকালে টিকিট ইস্যু করেছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ যাত্রীদের প্রশ্ন, এটা কীভাবে সম্ভব হয় ?

এক যাত্রী বলেন, ট্রেন সকাল ১০টায় ছাড়ার কথা ৷ কিন্তু, আধঘণ্টা আগে ঘোষণা করছে ট্রেন বাতিল ৷ বলা হচ্ছে, ৯ তারিখ ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে ৷ কিন্তু, আমাদের কাছে কাগজ আছে ৷ গতকালও তৎকালে টিকিট দেওয়া হয়েছে ৷ ট্রেন বাতিল হয়ে গেলে, কীভাবে তৎকালে টিকিট দিল রেল ৷ আমরা বয়স্ক ও বাচ্চাদের নিয়ে শালিমারে এসেছি ট্রেন ধরতে ৷ আমাদের ট্রেন আগে দিতে হবে ৷ তারপর অবরোধ উঠবে ৷

এ নিয়ে আরপিএফের ওসি এসকে সিং বলেন, ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন ৷ যাত্রী সমস্যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী ৷ট্রেনটি বাতিল করা হয়নি।শুধুমাত্র সেটি ছাড়ার সময় বদলানো হয়েছে। রেলের তরফে যাত্রীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু, যাত্রীরা লাইন থেকে না-উঠলে, কীভাবে ট্রেন প্লেস করা হবে ৷ তাই আমাদের অনুরোধ যাত্রীদের কাছে, যাতে তারা লাইন ক্লিয়ার করে দেন৷

spot_img

Related articles

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...

কোথায় পুলিশ: অসমে খ্রিস্টান স্কুলে হামলায় সরব সংগঠন, মোদিকে প্রশ্ন তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের...

ছায়ানটের ঘটনায় প্রতিবাদ! ঢাকা সফর বাতিল রাশিদ-পুত্র আরমানের

ওপার বাংলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে সরব হলেন প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ রাশিদ খানের পুত্র...

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...