Thursday, January 22, 2026

শালিমার স্টেশনে ট্রেন বাতিলের জেরে রেল অবরোধ, ঘোষণার ভুল জানাল রেল

Date:

Share post:

শালিমার স্টেশনে ট্রেন বাতিলের জেরে রেল অবরোধ৷মঙ্গলবার সকাল থেকে প্রায় দু’ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়৷ বিক্ষোভকারী যাত্রীদের অভিযোগ, এদিন সকালে শালিমার স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ স্পেশাল এক্সপ্রেস ছাড়ার কথা ছিল৷ কিন্তু, কোনও বিজ্ঞপ্তি ছাড়া নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে ট্রেন বাতিল বলে ঘোষণা করে দক্ষিণ-পূর্ব রেল ৷ তারই প্রতিবাদে রেললাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা ৷

যাত্রী বিক্ষোভ ও রেল অবরোধের খবর পেয়ে আরপিএফ এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷ যাত্রীদের প্রতিশ্রুতি দেওয়া হয়, বেলা 12টার সময় ট্রেন দেওয়া হবে ৷ কিন্তু, মৌখিক প্রতিশ্রুতি নয় ৷ বিক্ষোভকারী যাত্রীরা দাবি করেন, কর্তৃপক্ষকে লিখিত দিতে হবে ৷ আর লিখিত প্রতিশ্রুতি না-পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন যাত্রীরা ৷

যদিও, রেলের আধিকারিকরা বারবার যাত্রীদের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান ৷ যাত্রীরা অভিযোগ করেছেন, রেলের দাবি গত ৯ ডিসেম্বর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৷ কিন্তু, তা সত্ত্বেও সোমবার, ২৩ ডিসেম্বর পর্যন্ত তৎকালে টিকিট ইস্যু করেছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ যাত্রীদের প্রশ্ন, এটা কীভাবে সম্ভব হয় ?

এক যাত্রী বলেন, ট্রেন সকাল ১০টায় ছাড়ার কথা ৷ কিন্তু, আধঘণ্টা আগে ঘোষণা করছে ট্রেন বাতিল ৷ বলা হচ্ছে, ৯ তারিখ ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে ৷ কিন্তু, আমাদের কাছে কাগজ আছে ৷ গতকালও তৎকালে টিকিট দেওয়া হয়েছে ৷ ট্রেন বাতিল হয়ে গেলে, কীভাবে তৎকালে টিকিট দিল রেল ৷ আমরা বয়স্ক ও বাচ্চাদের নিয়ে শালিমারে এসেছি ট্রেন ধরতে ৷ আমাদের ট্রেন আগে দিতে হবে ৷ তারপর অবরোধ উঠবে ৷

এ নিয়ে আরপিএফের ওসি এসকে সিং বলেন, ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন ৷ যাত্রী সমস্যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী ৷ট্রেনটি বাতিল করা হয়নি।শুধুমাত্র সেটি ছাড়ার সময় বদলানো হয়েছে। রেলের তরফে যাত্রীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু, যাত্রীরা লাইন থেকে না-উঠলে, কীভাবে ট্রেন প্লেস করা হবে ৷ তাই আমাদের অনুরোধ যাত্রীদের কাছে, যাতে তারা লাইন ক্লিয়ার করে দেন৷

spot_img

Related articles

আজ ৪৯-তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, অক্ষরের মহোৎসব ঘিরে উন্মাদনা তুঙ্গে

বসন্ত পঞ্চমীর প্রাক-লগ্নে বই প্রেমীদের মহোৎসবের সূচনা হতে চলেছে সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে...

ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, বৃহস্পতির সকালে ভাঙা পথে চলছে মেট্রো 

সাতসকালে মেট্রো বিভ্রাট। রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন (Rabindra Station to Rabindra Sarovar) পর্যন্ত পরিষেবা বন্ধ, দক্ষিণেশ্বর থেকে...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে মানসিক শান্তি ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।...

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...