Wednesday, August 20, 2025

উৎসবে মেট্রো ভোগান্তি! কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় অতিষ্ট নিত্যযাত্রী থেকে পর্যটকরা

Date:

মেট্রো কর্তৃপক্ষের খামখেয়ালিপনার শিকার শহরের মানুষ। উৎসবের মরশুমে ভিড়ে ঠাসা মেট্রোয় (metro railway) একদিকে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। অন্যদিকে গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত সময় দিতে হচ্ছে উৎসবের আনন্দ নিতে বেরোনো শহরবাসীকে ও নিত্যযাত্রীদের। বেশি সমস্যায় পড়ছেন অফিস যাত্রীরা একে মেট্রো সংখ্যা কমে যাওয়ায় মেট্রোয় ভিড় বাড়ছে। সেই সঙ্গে পর্যটকদের ভিড়ে তাঁদের অফিস যাত্রা ব্যাপক সমস্যায়।

২৫ ডিসেম্বর মানেই শহরের সব মানুষ পার্ক স্ট্রিট (Park Street) মুখী। অনেকেই আবার রবীন্দ্রসদন হয়ে চিড়িয়াখানায় (Zoological Garden) ভিড় জমান। আর এই যাত্রাপথে অনেকটাই সুবিধা করে দেয় কলকাতা মেট্রো (Kolkata Metro)। কিন্তু এ বছর সবটাই যেন উল্টো। নিজেদের ফায়দার কথা ভেবে মেট্রোর সংখ্যা কমিয়ে দেওয়ায় চরম বিপাকে শহরের মানুষ। উৎসবের মরশুম হলেও খোলা রয়েছে বেসরকারি ক্ষেত্রের অফিসগুলি। সেইসব অফিস যাত্রীরা (daily passengers) ব্যস্ত সময়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এমনকি মেট্রোর কারণে কর্মক্ষেত্রে দেরিতে পৌঁছাতেও বাধ্য হচ্ছেন।

সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এখন থেকে কোনও মেট্রো আর দমদম (Dumdum) থেকে কবি সুভাষ (Kabi Subhash) যাবে না। সব মেট্রো দক্ষিণেশ্বর (Dakshineswar) থেকেই ছাড়বে। অন্যদিকে দুটি মেট্রোর সময়ের ব্যবধান ৬ মিনিট থেকে বাড়িয়ে ৭ মিনিট করে দেওয়া হয়। ফলে স্বাভাবিকভাবেই কমে যায় মেট্রোর সংখ্যা। পর্যটকের মরশুমে এতে অফিস যাত্রীরা নিজেদের দৈনন্দিন মেট্রো ফেল করতে থাকেন। অন্যদিকে প্রতিটি স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত আরপিএফ-রও (RPF) দেখা মেলে না। ফলে এক একটি স্টেশন থেকে এক একটি মেট্রো ছাড়তেই দীর্ঘ সময় নিয়ে নিচ্ছে।

মেট্রো কর্তৃপক্ষ একদিকে ভাড়া বাড়িয়েছে। অন্যদিকে তেমন পরিষেবাও পাওয়া যাচ্ছে না। ফলে শহরের লাইফ লাইন বলে যে কলকাতা মেট্রোকে চিহ্নিত করা হতো, তা কার্যত এখন ডেথ লাইনে পরিণত হয়েছে বলে দাবি মেট্রোর নিত্য যাত্রী থেকে পর্যটকদের।

Related articles

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...
Exit mobile version