Tuesday, August 12, 2025

পর্তুগিজ চার্চে ক্রিসমাস ইভের প্রার্থনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার মানুষ পাশাপাশি সব ধর্মীয় উৎসব পালন করে আর সেই ওসব পালনে সবচেয়ে বেশি সহদা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এবারও ক্রিসমাসের আগে রাতে গির্জায় গিয়ে প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার রাতে দশটা নাগাদ বড়বাজারের পর্তুগিজ চার্চে (Church) যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা-সহ অনেকে। সেখানে আর্চ বিশপ তাঁকে স্বাগত জানান। অনুষ্ঠানের সূচনায় প্রার্থনা সামিল হন মুখ্যমন্ত্রী। এরপর বড়দিনের বিশেষ ক্যারল অংশ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।

প্রার্থনা শেষে ফাদারের আশীর্বাদ নেন মুখ্যমন্ত্রী। চার্চের তরফ থেকে তাঁকে যিশুর ছবি উপহার দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে একই সঙ্গে এদিন বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রশাসনের উদ্যোগে সারা রাজ্যে বড়দিন পালিত হয়।

প্রতিবছরই ২৪ ডিসেম্বর রাতে গির্জায় ক্রিসমাসের বিশেষ ক্যারলে যোগ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ধর্ম যার যার, উৎসব সবার। সে কারণে বাংলায় সমস্ত উৎসবকে গুরুত্ব দিয়ে পালনের উপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজো-কালীপুজো-জগদ্ধাত্রীপুজো- ছট পুজোয় অংশগ্রহণ করেন বাংলার মুখ্যমন্ত্রী। রেড রোডে (Red Road) ঈদের নমাজেও অংশগ্রহণ করেন। প্রতিবছর বড়দিনের ক্যারলে যোগ দেন। বাংলার সর্বধর্ম সমন্বয়ের ঐতিহ্য রক্ষার বিশেষ উদ্যোগী মুখ্যমন্ত্রী। আর সেই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতেই এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিরা।

বড়দিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে গির্জায় হয় বিশেষ ক্যারল। পর্তুগিজ চার্চের পাশাপাশি সেন্ট পলস ক্যাথিড্রাল-সহ বিভিন্ন গির্জায় হয় বিশেষ প্রার্থনা ও ক্যারল।

আরও পড়ুন- মনিপুর মিজোরামে নতুন রাজ্যপাল, পাঁচ রাজ্যের নতুন সাংবিধানিক প্রধান অনুমোদন রাষ্ট্রপতির

_

_

_

_

_

_

spot_img

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...