Saturday, December 6, 2025

বড়দিনের ভিড় মিটারে চিড়িয়াখানা বনাম ইকো পার্কের জোর টক্কর

Date:

Share post:

হইহই করে উৎসবের আমেজে বড়দিন (Christmas Carnival) পালন করেছে গোটা বাংলা। মঙ্গলবার রাত থেকে পার্ক স্ট্রিটে (Park Street) যে ভিড় দেখা গেছিল বুধবার সকাল হতে না হতেই তা ছড়িয়ে পড়ল কলকাতার বিভিন্ন বিনোদন পার্কে। চার্চে প্রার্থনা সংগীতের পরেই পিকনিক মুডে বাঙালি। প্রত্যেকবার ইকোপার্ক (Eco Park) আর নিক্কো পার্কের (Nicco Park) মধ্যে একটা লড়াই চলে, কোথায় কত ভিড় হচ্ছে তা নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। কিন্তু চিরকালই সেরার মুকুট ছিনিয়ে নিতে এক ধাপ এগিয়ে থাকে আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoological Garden)। পরিসংখ্যান বলছে এ বছরেও তার কোনও ব্যতিক্রম হয়নি।

বড়দিনের কলকাতায় স্যান্টাক্লজের দেওয়া গিফট ব্যাগে নিয়েই ঘুম চোখে মা বাবার সঙ্গে চিড়িয়াখানা কিংবা সায়েন্স সিটিতে ভিড়ে জমিয়ে ছিলেন খুদেরা। শুধু কলকাতাবাসী নয়, শহরতলি থেকেও মানুষ ভিড় করেছেন শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে। কারও গন্তব্য আবার ইকো পার্ক, কেউবা আবার নিক্কো পার্কের রাইড চড়তে বেশি আগ্রহী। যদিও এই দুই বিনোদন পার্কের কোনটাই সেভাবে ভিড়ের নয়া রেকর্ড করতে পারিনি। বরং ভারতীয় জাদুঘরের (Indian Museum) ভিড় গতবারের থেকে বেশ খানিকটা বেড়েছে। ২০২৩ সালের ২৫শে ডিসেম্বর জাদুঘরে বড়দিনে লোক হয়েছিল ৭ হাজার। এ বার সেই ভিড় বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে আট হাজারের একটু বেশি। ভিক্টোরিয়াতে ৩৫ হাজারেরও বেশি মানুষের সমাগম হয়েছিল। সায়েন্স সিটিতে গত বছরের তুলনায় এ বছর ভিড় কমেছে প্রায় পাঁচ হাজার। ইকো পার্কে গেলেন ৫৫ হাজার মানুষ যা গতবারের তুলনায় হাজার দুই কম। তবে সব থেকে বড় নজির চিরকালীন চিড়িয়াখানায়। গতবছর ৬৩ হাজার মানুষ ২৫শে ডিসেম্বরের আনন্দ উপভোগ করতে এখানে গিয়েছিলেন। এ বছর সংখ্যাটা দাঁড়ালো ৭০ হাজারে। অর্থাৎ প্রকৃতির মাঝে পশু পাখির কাণ্ডকারখানা দেখতে সব বয়সীদের উন্মাদনা যে আজও একই রকম তা আর বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

কল্যাণের অপসারণে আন্দোলনের ডাক বাজাজের, ফুটবলপ্রেমীদের দিলেন বার্তা

ভারতীয় ফুটবলের অচলাবস্তা অব্যাহত। আইএসএল থেকে আই লিগ নিয়ে ঘোর অনিশ্চয়তা। ফেডারেশন কিছুই করতে না পারায় সমস্যা সমাধানে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৬ ডিসেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

বিশ্বকাপে মেসি-রোনাল্ডো দ্বৈরথ! গ্রুপ পর্বেই দুই গোল মেশিনের লড়াই

ঢাকে কাঠি পড়ে গেল ফুটবল বিশ্বকাপের।   মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৬ ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup 2026) ড্র। অর্থাৎ, গ্রুপ পর্বে...

রাজনৈতিক মোড়কে মসজিদ প্রতিষ্ঠা! হুমায়ুনের মিথ্যাচারে ধুইয়ে দিলেন কুণাল

বারবার বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বাংলায় মন্দির প্রতিষ্ঠা হলেও তিনি...