অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, মহারাষ্ট্র থেকে গ্রেফতার ১৭ বাংলাদেশি

ভারতের বিভিন্ন রাজ্যে ক্রমাগত বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা। বাংলা, কেরল, অসম থেকে গ্রেফতারির পর এবার মুম্বই, নভি মুম্বই, থানে এবং নাসিকের বিভিন্ন ঠিকানায় অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ এবং তিন জন মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার (Bangladeshi Intruders Arrest)। মহারাষ্ট্র পুলিশের (Maharastra Police) সন্ত্রাস দমন শাখার তরফে এ খবর নিশ্চিত করা হয়েছে।

এটিসি (Anti Terrorism Cell) আধিকারিকরা জানিয়েছেন ধৃত ১৭ জনের কাছ থেকেই জাল আধার এবং প্যান কার্ড পাওয়া গিয়েছে। জেরায় জানা গেছে প্রত্যেকেই বৈধ কাগজপত্র ছাড়া এদেশে প্রবেশ করেন। ধৃতদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি সম্পর্কিত আইন, ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।