Friday, November 28, 2025

ফের অসুস্থ সোনিয়া, নব সত্যাগ্রহ বৈঠকে মায়ের সঙ্গে নেই প্রিয়াঙ্কাও

Date:

Share post:

অনেক দিন ধরেই অসুস্থ রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী৷ দু’বার কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি৷ তার পর থেকেই অসুস্থতা লেগেই রয়েছে৷ আপাতত মাকে দেখাশোনা করার জন্য তার সঙ্গে রয়েছেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী৷ সোনিয়ার অসুস্থতার জন্যেই কর্নাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে যোগ দিতে পারবেন না দুজনেই৷ একাধিক শারীরিক সমস্যা রয়েছে বছর ৭৮-এর সোনিয়ার৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার ফের অসুস্থ বোধ করেন তিনি৷ সোনিয়ার অসুস্থতার খবর পেয়ে মায়ের কাছেই রয়েছেন প্রিয়াঙ্কা। সেই কারণেই নব সত্যাগ্রহ বৈঠকে যোগ দিতে পারছেন না সোনিয়া ও প্রিয়াঙ্কা৷ থাকতে পারবেন না নব সত্যাগ্রহ কর্মসূচিতেও।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খর্গের নেতৃত্বে কংগ্রেস নেতারা এক্সটেন্ডেড কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে অংশ নিতে পদযাত্রা করেন। এই বৈঠকের নাম দেওয়া হয়েছে ‘নব সত্যাগ্রহ বৈঠক’৷ বেলাগাঁও সেশনের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকেই আগামী বছরের জন্য নতুন পরিকল্পনা নেবে কংগ্রেস। তারা জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিআর আম্বেদকরকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন, সেই বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হবে৷ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সহ প্রায় ২০০  নেতা এই বৈঠকে অংশ নেবেন। এর মধ্যে সি.ডব্লিউ.সি. সদস্য, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা রয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে কর্নাটকের বেলগাভিতে শুরু হয়েছে কংগ্রেসের দুদিনের বর্ধিত কর্মসমিতির বৈঠক। ঠিক ১০০ বছর আগে প্রথম ও শেষবার বেলগাভিতেই কংগ্রেস সভাপতির ভার গ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। এখান থেকেই ডাক দিয়েছিলেন সত্যাগ্রহের। সেই ঐতিহাসিক ঘটনার শতবর্ষে বৈঠকের নাম রাখা হয়েছে নব সত্যাগ্রহ বৈঠক।

spot_img

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...