Saturday, December 20, 2025

ফের অসুস্থ সোনিয়া, নব সত্যাগ্রহ বৈঠকে মায়ের সঙ্গে নেই প্রিয়াঙ্কাও

Date:

Share post:

অনেক দিন ধরেই অসুস্থ রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী৷ দু’বার কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি৷ তার পর থেকেই অসুস্থতা লেগেই রয়েছে৷ আপাতত মাকে দেখাশোনা করার জন্য তার সঙ্গে রয়েছেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী৷ সোনিয়ার অসুস্থতার জন্যেই কর্নাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে যোগ দিতে পারবেন না দুজনেই৷ একাধিক শারীরিক সমস্যা রয়েছে বছর ৭৮-এর সোনিয়ার৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার ফের অসুস্থ বোধ করেন তিনি৷ সোনিয়ার অসুস্থতার খবর পেয়ে মায়ের কাছেই রয়েছেন প্রিয়াঙ্কা। সেই কারণেই নব সত্যাগ্রহ বৈঠকে যোগ দিতে পারছেন না সোনিয়া ও প্রিয়াঙ্কা৷ থাকতে পারবেন না নব সত্যাগ্রহ কর্মসূচিতেও।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খর্গের নেতৃত্বে কংগ্রেস নেতারা এক্সটেন্ডেড কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে অংশ নিতে পদযাত্রা করেন। এই বৈঠকের নাম দেওয়া হয়েছে ‘নব সত্যাগ্রহ বৈঠক’৷ বেলাগাঁও সেশনের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকেই আগামী বছরের জন্য নতুন পরিকল্পনা নেবে কংগ্রেস। তারা জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিআর আম্বেদকরকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন, সেই বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হবে৷ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সহ প্রায় ২০০  নেতা এই বৈঠকে অংশ নেবেন। এর মধ্যে সি.ডব্লিউ.সি. সদস্য, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা রয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে কর্নাটকের বেলগাভিতে শুরু হয়েছে কংগ্রেসের দুদিনের বর্ধিত কর্মসমিতির বৈঠক। ঠিক ১০০ বছর আগে প্রথম ও শেষবার বেলগাভিতেই কংগ্রেস সভাপতির ভার গ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। এখান থেকেই ডাক দিয়েছিলেন সত্যাগ্রহের। সেই ঐতিহাসিক ঘটনার শতবর্ষে বৈঠকের নাম রাখা হয়েছে নব সত্যাগ্রহ বৈঠক।

spot_img

Related articles

SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

মতুয়া গড়ে এসআইআরে বাদ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম। সেই পরিস্থিতিতে রানাঘাটের মানুষের জন্য কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী...

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...