Wednesday, November 12, 2025

রাজ্যের নয়া উদ্যোগ, অনলাইনেই মিলবে পঞ্চায়েত এলাকার যাবতীয়  সংশাপত্র

Date:

একটা সময় ছিল যখন একটা সংশাপত্র পাওয়ার জন্য সকাল থেকে রাত, দিন থেকে বছর পেরিয়ে যেত, ক্ষয়ে শেষ হয়ে যেত জুতোর শুকতলা, তবুও নাভিশ্বাস উঠে গেলেও মিলত না একটা সংশাপত্র। চৌত্রিশ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় এসেই প্রথম যে কাজগুলোকে হাতে নিয়েছিলেন তার মধ্যে এই সংশাপত্র দেওয়ার কথা তিনি বারবার উল্লেখ করেছিলেন। সময় লাগলেও অবশেষে এবার রাজ্যের মানুষ যাঁরা পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাঁরা এক নিমেষে অনলাইনেই পেয়ে যাবেন সংশাপত্র তা সে ক্যারেক্টার সার্টিফিকেট হোক বা ইনকাম সার্টিফিকেট।

মোট ৬টি নথির জন্য গ্রামের মানুষকে আর পঞ্চায়েত সদস্যের দরজায় দরজায় ঘুরতে হবে না । শুক্রবার ২৭ ডিসেম্বর থেকেই অনলাইনেই মিলবে এই পরিষেবাগুলি। রাজ্য সরকারের নির্দিষ্টি পোর্টালে গিয়ে একটা ক্লিক করলেই মিলবে আপনার কাঙ্খিত সংশাপত্রটি। যে দুর্ভোগ এতদিন মানুষকে পোহাতে হয়েছে তার অবসান ঘটল । যা এতদিন লাল ফিতের ফাঁসে আটকে ছিল তা মুক্ত করল এবার রাজ্য পঞ্চায়েত দফতর। ক্যারেক্টার সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র, স্থায়ী বসবাসের সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট বিশেষ করে চাকরির ক্ষেত্র এবং পড়ুয়াদের কাজে লাগে। এই ডিজিটাল সংশাপত্রগুলি বর্তমানে রাজ্য সরকার সব দফতরকেই নির্দেশ দিয়েছেন। অনলাইনের মাধ্যমে এই ডিজিটাল সার্টিফিকেটকে গ্রহণ করার জন্য তাই খুব সহজেই এবার পঞ্চায়েতের বাসিন্দাদের মিলবে এই ডিজিটাল সার্টিফিকেট।

অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত দফতরের পোর্টালে ঢুকে সিটিজেনস কর্নারে গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করে সংসাপত্রের জন্য আবেদন করতে হবে। নির্দিষ্ট নথি ও তথ্য আপলোড করলেই মিলবে এই সার্টিফিকেট। তবে তা দেওয়ার আগে আবেদনকারীর দেওয়া সব তথ্য ও নথি যাচাই করে নেওয়া হবে। একজনের নথি যাতে অন্য কেউ ডাউনলোড করতে না পারে তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এখন থেকেই। এখন দেখার বিষয় পঞ্চায়েত এলাকার মানুষ এই পরিষেবাকে কতটা সঠিক ও সুন্দর ভাবে গ্রহণ করে চাহিদা মেটাতে সক্ষম হয়।

,-

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version