Tuesday, November 4, 2025

ব্যর্থ হলে টিকিটে ‘কোপ’! রাজ্য বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি বনসলের

Date:

লোকসভা ভোটে গোহারা পরাজয়ের পরে সদস্য সংগ্রহেও ব্যর্থ বিজেপি রাজ্য নেতৃত্ব। সদস্য সংগ্রহের (membership drive) লক্ষ্যমাত্রা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে আখেরে এখনো পর্যন্ত কোন লাভ হয়নি বিজেপির। রাজ্য নেতৃত্ব বাংলার মাটি বিজেপির জন্য শক্ত ঘাঁটি, বুঝে গেলেও কেন্দ্রীয় নেতৃত্ব তা বুঝতেন নারাজ। রাজ্যের সদস্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্বকে দিল্লিতে ডেকে তিরস্কার করলেন। সেইসঙ্গে ২০২৬-এ টিকিট পাওয়া নিয়ে সমস্যা হওয়ার হুঁশিয়ারিও দিয়ে রাখলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)বাংলায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা এক কোটি বেঁধে দিলেও খাতায়-কলমে তা ৩০ লক্ষ তুলতেই জেরবার সুকান্ত শুভেন্দুরা। বাস্তবে সেই সংখ্যা যদিও আরও কম। তাই কেন্দ্রীয় নেতৃত্ব সদস্য সংগ্রহের দিন বাড়িয়ে ৩১ ডিসেম্বর করেছেন। তারই মাঝে সোমবার সেই কাজের গতি খতিয়ে দেখতে দিল্লিতে রাজ্য নেতৃত্বকে ডেকে পাঠান সুনীল বনসল (Sunil Bansal)।

সেই বৈঠকেই রাজ্য নেতৃত্বকে কড়া বার্তা দেন তিনি। বাংলার দায়িত্ব পাওয়ার পরেই বনসল (Sunil Bansal) ঘোষণা করে দিয়েছিলেন নেতাদের মাঠে নেমে কাজ করতে হবে। সেই তালিকায় সংসদ-বিধায়করাও ছিলেন। সেই হুঁশিয়ারি স্মরণ করিয়ে বৈঠকে বনসলের বার্তা, অনেক ক্ষেত্রেই সাংসদ বিধায়করা মাঠে নামছেন না, এমন খবর রয়েছে। কোন কোন সাংসদ বিধায়কের কাজে তিনি খুশি নন তাও স্পষ্ট করে দেন। কোন কোন জেলায় আশানুরূপ কাজ হচ্ছে না তাও জানিয়ে দেন তিনি। সেই সঙ্গে তাঁর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ না হলে ২০২৬-এ বিধানসভার (assembly election 2026) টিকিট পেতে সমস্যা হবে অনেক বিধায়কেরই।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version