Saturday, May 3, 2025

বিরল-ভদ্র, সৎ রাজনীতিক মনমোহনকে সেদিন হেনস্থা করেন রাহুল

Date:

Share post:

নিজের গোটা রাজ্যনৈতিক- প্রশাসনিক জীবনে মনমোহন সিং ছিলেন আদ্যন্ত ‘মিস্টার ক্লিন’। ব্যক্তিগত সততা ছিল প্রশ্নাতীত। যদিও তাঁর জমানাতেই একাধিক কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত হতে হয় কেন্দ্রের কংগ্রেস সরকারকে। স্বাভাবিকভাবেই বিরোধীদের আক্রমণের তিরে বিদ্ধ হতে হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেই। ব্যক্তিগতভাবে সৎ ও মৃদুভাষী পূর্বসূরীকে সবচেয়ে তীব্র আক্রমণ শানিয়েছিলেন ৭ নম্বর রেসকোর্স রোডে তাঁরই উত্তরসূরি নরেন্দ্র মোদি। রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর বিতর্কের জবাব দিতে গিয়ে পূর্বসূরিকে নিশানা করে মোদি বলেছিলেন, ডক্টর সাহেবের থেকে অনেক কিছু শেখার আছে। এত কেলেঙ্কারির একটি দাগও তাঁর গায়ে লাগেনি। বর্ষাতি পরে কী করে স্নান করতে হয়, তা তিনি জানেন!

তবে রাজধানীর রাজনৈতিক মহল সাক্ষী এর চেয়েও তাৎপর্যপূর্ণ এক ঘটনার। আপাদমস্তক ভদ্র, শান্ত, উচ্চমেধার রাজনীতিক মনমোহনকে কীভাবে অপমানিত হতে হয়েছিল তাঁর নিজের দলেই, সেই ঘটনা আজও অনেকের স্মৃতিতে টাটকা। অনেকেই বলেন, বিজেপি বা অন্যান্য বিরোধী দল নয়, মনমোহনকে সবচেয়ে বড় হেনস্থা করেছে তাঁর দল কংগ্রেসই। ২০১৩ সালে মনমোহন সিংকে সেই হেনস্থা প্রকাশ্যে করেছিলেন আজকের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার উদ্দেশ্যে পরিকল্পনামাফিক কংগ্রেসের সাংবাদিক বৈঠকে রাহুল বলেছিলেন, সাজাপ্রাপ্ত জনপ্রতিনিধিদের আইনসভার পদে রাখার বিষয়ে কেন্দ্রীয় সরকার যে অর্ডিন্যান্স জারি করেছে, সেটা একটা ফালতু কাগজের টুকরো। এক্ষুনি ওটা ছিঁড়ে ফেলা উচিত। নিজের প্রতিবাদী ভাবমূর্তি তৈরি করতে এবং মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকারকে হেয় করতে সর্বসমক্ষে অর্ডিন্যান্সের কাগজ ছিঁড়েও ফেলেন রাহুল। সেসময় কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের প্রধানমন্ত্রী মনমোহন। আর ঘটনাচক্রে তিনি ছিলেন বিদেশসফরে। সেদিন রাহুল গান্ধী নিজের দলের প্রধানমন্ত্রীর প্রতি ন্যূনতম শিষ্টাচার দেখাননি। অথচ স্বভাবসিদ্ধ শিষ্টাচারের দৃষ্টান্ত রেখে রাহুলের মন্তব্যের প্রত্যুত্তর দেননি তৎকালীন প্রধানমন্ত্রী। বিরোধীদের ব্যক্তিগত আক্রমণের মুখেও আগাগোড়া বিরল শিষ্টাচার অক্ষুণ্ণ রেখে গিয়েছেন ভারতের আধুনিক উদার অর্থনীতির জনক।

আরও পড়ুন- ভারতের অর্থনীতি বদলের কারিগর! প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...