Sunday, November 9, 2025

শান্তিনিকেতনে পৌষমেলার পার্কিং ফি ২০০ টাকা! বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

চার বছর পর এবার ফের শুরু হয়েছে পৌষমেলা। কিন্তু সেখানেও বিতর্ক পিছু ছাড়ছে না।    অবৈধ পার্কিং ইস্যুতে ফের বিতর্ক। শান্তিনিকেতনে পৌষমেলার পার্কিং ঘিরে ঝড় সোশ্যাল মিডিয়াতেও। বোলপুর-শান্তিনিকেতনে চারচাকা নিয়ে মেলায় এসে অস্বাভাবিক অভিজ্ঞতা পর্যটকদের। বোলপুরে ঢুকলেই দিতে হবে ৫০ টাকা বেআইনি পুরকর। শহর থেকে বের হতে টোল লাগবে ৫০ টাকা। এবার যোগ হল পৌষমেলায় পার্কিং চার্জ। যেখানে দিতে হচ্ছে গাড়ি পিছু ২০০ টাকা। এমনকি বাইকের জন্যেও ধার্য করা হয়েছে ৩০ টাকা। নিস্তার নেই পার্কিংযের খপ্পড় থেকে।

পর্যটকদের একরকম বাধ্য করা হচ্ছে টাকার বিনিময়ে গাড়ি রাখতে। অভিযোগ, পার্কিংয়ের বরাত পেয়েছে অবৈধ পুরকর আদায়কারী ব্যবসায়ী নাসির শেখ।বিশ্বভারতীতে বছর ভর পর্যটকদের গাড়ি পার্কিংয়ের জন্য সদ্য টেন্ডার দেওয়া হয়। কিন্তু বিতর্ক উঠেছে গাড়ি রাখার জন্য পার্কিং ফি নিয়ে। যাকে ঘিরে ক্ষোভ, তারা কেউ প্রকাশ্যে, কেউ মেলা প্রাঙ্গণে, কেউ রাস্তায়, সোশ্যাল মাধ্যমে উগরে দিয়েছেন তাদের ক্ষোভ।

পূর্বপল্লির পৌষমেলাতে অর্থের বিনিময়ে প্রবেশের বাধ্যবাধকতা, পার্কিং নিয়েও জোরজুলুম, ক্ষোভ চরমে। মেলায় পর্যটক ছাড়াও স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, কাদের স্বার্থে, কোন উদ্দেশ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষ টেন্ডার দিয়েছে। প্রশ্ন উঠেছে সেই টেন্ডারের দর কি সকলের কথা ভেবে স্থির করা হয়েছে? যদিও টেন্ডার প্রসঙ্গে কোনও সদুত্তর দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। যার জেরে শান্তিনিকেতন জুড়েই একাধিক পার্কিং নিয়েই অভিযোগ তুলেছেন পর্যটক সহ স্থানীয়রা।

কলকাতা থেকে গিয়েছেন সুবিমল বন্দ্যোপাধ্যায় ও স্মৃতি রায়। তাদের বক্তব‌্য, পার্কিংয়ের নামে তোলা তুলছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কারণ রশিদে ২০০ টাকা লেখা রয়েছে। আর লেখা রয়েছে বিশ্বভারতী কার পার্কিংয়ের নামও। সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন, কোথাও এমন পার্কিং ভাড়া নেই। বিশ্বের চতুর্থ রবীন্দ্র স্মৃতি বিজড়িত পৌষমেলার গুরুত্বের কথা মাথায় রেখেই সর্বস্তরের মিলনমেলায় পার্কিং ভাড়া ও একপ্রকার অরাজকতা বন্ধ হওয়া উচিত।

এই বিষয়ে একাধিকবার বিশ্বভারতীর কর্মসচিব অশোক মাহাতোর সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে তিনি প্রতিক্রিয়া দেননি। পার্কিং টেন্ডার পাওয়া বেসরকারি এজেন্সি সংস্থার নাসির শেখ বলেন, টেন্ডার পার্কিং ভাড়া সব কিছুই ঠিক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পার্কিং ভাড়া কমানো, বাড়ানো সবকিছুই বিশ্বভারতীর হাতে। আমরা টেন্ডার পেয়েছি। সেই অনুযায়ী বিশ্বভারতীর বিভিন্ন প্রবেশপথে পার্কিং করেছি মাত্র। এদিকে পার্কিংয়ের সময় বেধে দেওয়া হয়েছে। সময় পেরিয়ে গেলেই নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া।

 

spot_img

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...