টালিগঞ্জের লেক অ্যাভিনিউয়ের বহুতলে আগুন, আতঙ্কিত বাসিন্দারা 

0
1

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire broke out in Tollygunge area)। শনিবারের সকালে টালিগঞ্জের লেক অ্যাভিনিউয়ের একটি বহুতলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পাওয়ার মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায় ৫ তলা বিশিষ্ট বহুতলের ওই সংশ্লিষ্ট ফ্ল্যাটে কেউ না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কোনও ধারণা মেলেনি।