Sunday, November 9, 2025

বাবার মৃত্যুর পরে শোকসভা পর্যন্ত হয়নি, মনমোহনের স্মৃতিসৌধ ইস্যুতে বিস্ফোরক প্রণব-কন্যা

Date:

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণের পর স্মৃতিসৌধ তৈরি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কেন্দ্র ও কংগ্রেসের মধ্যে। সেই বিতর্কের অবসান ঘটতে না ঘটতেই কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক তোপ দাগলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। কংগ্রেসকে নিশানা করে তাঁর মন্তব্য, বাবার মৃত্যুর পরে শোকসভা পর্যন্ত করেনি কংগ্রেস ওয়ার্কিং কমিটি, স্মৃতিসৌধ তো দূরস্ত। এখন তাহলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ কেন? বিস্ফোরক প্রণব-কন্যা সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন কংগ্রেসের বিরুদ্ধে।

শুক্রবারই কংগ্রেসের তরফে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি স্মৃতিসৌধ গড়ার আর্জি জানানো হয় কেন্দ্রের কাছে। কেন্দ্র প্রথমে অসম্মত হলেও পরে স্মৃতিসৌধ তৈরির ব্যাপারে সহমত পোষণ করে। শুক্রবার রাতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরি করবে স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি ট্রাস্ট। এরপরই কংগ্রেসকে নিশানায় তোপ দাগেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, তাঁর বাবার মৃত্যুর পরে তো কই কংগ্রেস এমন কোনও উদ্যোগ নেয়নি। বাবা চলে যাওয়ার পর কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটি শোকসভা পর্যন্ত করেনি। আমাকে এক প্রবীণ নেতা বলেছিলেন এর আগে প্রয়াত ৪ রাষ্ট্রপতির ক্ষেত্রেও নাকি তা হয়নি। কিন্তু সেটা পুরোপুরি মিথ্যে কথা ছিল। মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই শর্মিষ্ঠা বলেন, স্মৃতিসৌধ তো বটেই, মনমোহন সিং ভারতরত্ন পাওয়ারও যোগ্য। তাঁর বাবা রাষ্ট্রপতি থাকাকালীন চেয়েছিলেন তাঁকে এই সম্মান দিতে। কিন্তু দুটো কারণে তা হয়নি। তবে কী কারণ, তা তিনি ব্যাখ্যা করেননি। উল্লেখ্য, তিন বছর আগে কংগ্রেসের সদস্যপদ ছেড়ে রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেছিলেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এখন মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ-ইস্যুতে পুরনো দলকেই কাঠগড়ায় তুললেন তিনি।

আরও পড়ুন- পাঁচদিন পরই অভিষেকের ‘সেবাশ্রয়’ ডায়মন্ড হারবারে, বাড়ি থেকে এক কদম দূরেই সুস্বাস্থ্য পরিষেবা

 

 

 

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version