Thursday, November 6, 2025

বাংলাতেও ছড়িয়েছে জাল! অসমে ধৃত জঙ্গিদের জেরায় চাঞ্চল্যকর তথ্য রাজ্যের STF-এর হাতে

Date:

বাংলাদেশের (Bangladesh) জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরায় নাশকতা চালানোর ছক কষছে। এ খবর গোয়েন্দাদের কাছে আগে থেকেই ছিল। সেইমতো অভিযান চালিয়ে একে একে নাশকতার ছক বানচাল করে দেয় পুলিশ (Police)। সম্প্রতি ধৃত ১১ জন জঙ্গিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানার চেষ্টা চালাচ্ছেন কোথায় কোথায় তাদের নাশকতার ছক ছিল এবং জঙ্গিদের এই নেটওয়ার্ক কতদূর ছড়িয়েছে? এ রকম আরও কত জঙ্গি কোথায় লুকিয়ে রয়েছে, তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পশ্চিমবঙ্গ পুলিশেরও একটি টিম অসমে গিয়ে জঙ্গিদের জেরা করছে। ধৃতদের মধ্যে দু’জন মুর্শিদাবাদের বাসিন্দা। রাজ্যে এমন আরও কোন জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তাও জানার চেষ্টা চালাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের অফিসাররা।
আরও খবর: জানা গেল আমবাগানে দগ্ধ মহিলার পরিচয়, প্রেমঘটিত কারণে খুন! বাড়ছে ধোঁয়াশা 

ধৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সামগ্রী। উদ্ধার উদ্ধার হয়েছে বইও। সেখান থেকে জঙ্গিরা কী ছক কষেছিল, তখর উত্তর জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ধৃতরা কার নির্দেশে কাজ করছিল, সংগঠনে আর কারা আছে, তাও জানার চেষ্টা করছে রাজ্যের এসটিএফ। জানার চেষ্টা চালাচ্ছে স্লিপার সেল তৈরির পাশাপাশি তাদের কাছে আর কী নির্দেশ ছিল। তাদের জেরা করে বাংলায় লুকিয়ে থাকা সংগঠনের অন্য সদস্যদের খুঁজে বার করাই এখন চ্যালেঞ্জ রাজ্য পুলিশের STF-এর।

জঙ্গি সন্দেহে আগে গ্রেফতার করা হয়েছিল দশজনকে। বৃহস্পতিবার রাতে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। বৃহস্পতিবার রাতে ধুবড়ির বান্ধবপাড়া থেকে গ্রেপ্তার হয় শাহিনুর ইসলাম নামে এক ব্যক্তি। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, মোবাইল ফোন। উদ্ধার হয়েছে জিহাদ সংক্রান্ত দু’টি বই। শাহিনুরের আসল বাড়ি বিলাশিপাড়ারই খুধিগাঁও গ্রামে। বর্তমানে সে বান্ধবপাড়ার একটি বাড়িতে আত্মগোপন করেছিল।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version