আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় নেই বুমরাহ, ভারতের হয়ে একমাত্র রয়েছেন এই ক্রিকেটার

২০২৪ সালে টি-২০ আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ভারত থেকে অর্শদীপ সিং।

সদ্য প্রকাশিত হয়েছে ২০২৪ সালে টি-২০ আইসিসির সেরা ক্রিকেটারদের মনোনয়ন তালিকা। আর সেই তালিকায় স্থান পেলেন না ভারতীয় দলের তারকা বোলার যশপ্রীত বুমরাহ। ভারতের হয়ে একমাত্র রয়েছেন অর্শদীপ সিং । রয়েছেন পাকিস্তানের বাবর আজমও।

২০২৪ সালে টি-২০ আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ভারত থেকে অর্শদীপ সিং। টি-২০ বিশ্বকাপে ১৭টি উইকেট তুলে যৌথভাবে সর্বাধিক উইকেটের মালিক হয়েছিলেন তিনি। গোটা বছর ধরে ১৮টি ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন অর্শদীপ। তাঁর বোলিং গড় ১২.৬৪। ওভারপ্রতি ৭.১৬ রান দিয়েছেন তিনি। টেস্ট খেলা দেশগুলির মধ্যে ২০২৪ সালে আন্তর্জাতিক টি-২০ সর্বাধিক উইকেট নিয়েছেন আরশদীপ। ১৮টি ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। ১৫ ম্যাচে তিনি করেছেন ৫৩৯ রান। পাকিস্তানের বাবর আজমও রয়েছেন সেরাদের মনোনয়নে। ২৪ ম্যাচে তিনি করেছেন ৭৩৮ রান। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে ব্যর্থ হয়েছেন তিনি। জিম্বাবোয়ের সিকান্দার রাজাও আছেন এই তালিকায়।

আরও পড়ুন- সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা, সেমিফাইনালে সার্ভিসেসকে হারাল ৪-২ গোলে