Wednesday, May 7, 2025
উৎপল সিনহা

ও আমার
ছোট্ট বন্ধুরা শোনো
আমার একটা কথা শোনো
তোমরা যেন বুড়ো হয়ো না ।
বয়েস বাড়ে বাড়ুক
তবু মনের বয়েস
বাড়তে দিও না ।

শরীরের বয়স তো বাড়বেই । এ তো অমোঘ , অপ্রতিরোধ্য , অনিবার্য । প্রকৃতির নিয়ম । কিন্তু মনের বয়স বাড়তে দেবেন কিনা সে সিদ্ধান্ত একান্তই আপনার । বাড়তে দিলেই সব শেষ । কে না জানে মনটাকে তাজা রাখতে পারলে শরীরের বয়স একটা সংখ্যামাত্র । মানবসভ্যতার ইতিহাস বলছে , অধিকাংশ মানুষের মনগুলো বুড়ো হয় আগে , তাই বার্ধক্য দেহকে গ্রাস করে দ্রুত । মন ভেঙে গেলে বার্ধক্যজনিত বিষন্নতা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় । শারীরিক বাধা উপেক্ষা করে শুধুমাত্র মনের জোরে বিশ্বজয়ী হয়েছেন অনেক কৃতি মানুষ । আবার বহু সাধারণ মানুষ শুধুমাত্র মনের আনন্দে শতায়ু হয়েছেন । শারীরিক সুস্থতার অনেকটাই মনের ওপর নির্ভরশীল । তাই বোধহয় সর্বাবস্থায় সদানন্দ থাকার উপদেশ দিয়ে গেছেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ । বয়স যে সত্যিই একটা সংখ্যা ছাড়া কিছু নয় , তার ভুরিভুরি দৃষ্টান্ত রয়েছে এ মহাবিশ্বে । বিখ্যাত লেখক লিও তলস্তয় সাইকেল চালানো শিখেছিলেন ৬৭ বছর বয়সে । স্বনামধন্য পাবলো পিকাসো বিয়ে করেছিলেন ৭৬ বছর বয়সে !

এই আমার কথাই ধরো
দেখতে আমি বুড়ো
মাথায় পাকা চুলের বোঝা
তবু নইকো বুড়ো আমি
মনটা আমার তাজা
তাই তোমাদের বলে রাখি ভাই
মনের বয়েস বাড়তে দিও না।

দু্ঃখ ও ব্যথাগুলোকে আটলান্টিক মহাসাগরে ছুঁড়ে ফেলতে পারলেই মনের বয়স ধরে রাখা যায় । কবি প্রশ্ন রেখে গেছেন , ‘ কোন বয়সে থমকে গেলে সু্শ্রী দেখায় ‘ ! এখানে এটাই বলার যে , সুশ্রী না দেখালেও কোনো ক্ষতি নেই , কিন্তু মনের সৌন্দর্য যেন ক্ষতিগ্রস্ত না হয় । মন ভালো তো সব ভালো । ডোপামিন , যাকে বলে আনন্দ হরমোন , বয়সকে বেঁধে রাখার ক্ষমতা ধরে । মনের জোরেই তো ‘ পঙ্গুং লঙ্ঘতি গিরিম্ । মনের জোর না থাকলে ৯০ বছর বয়সে নোবেল পুরস্কার পেতেন না লিওনিদ হুরউইজ । ইনিই সবচেয়ে বেশি বয়সে নোবেল পাওয়া মানুষ ।

প্রতি বছর জন্মদিনে
একটি বছর বয়েস বাড়ে
নতুন আশায় বুক বেঁধে ভাই
মনটা রেখো সবুজ করে ।

মোট কথা , হাল ছাড়া চলবে না কোনো অবস্থাতেই । বয়স হয়েছে , অতএব এবার থামতে হবে , রণে ভঙ্গ দেওয়াই ভালো , এসব অবান্তর ভাবনাগুলোকে আমল দেওয়া চলবে না মোটেও । মনে রাখতে হবে , মন নেতিবাচক হয়ে উঠলে তবেই জীবন সংগ্রামে পিছিয়ে পড়ে মানুষ । সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট জয় করেন ইউকিরো মুইরা , ৮৫ বছর বয়সে , ভাবা যায় !

তোমরা বুড়ো হয়েও
খোশমেজাজে থেকো
মনটাকে ভাই সবাই
চাঙ্গা করে রেখো
আনন্দে প্রাণ ভরে নিও ভাই
মনের বয়েস বাড়তে দিও না।

একবার না পারিলে হাল ছেড়ে কাশীবাসী হওয়ার দরকার নেই । কত কি দেখার , কত কি জানার রয়েছে বাকি । নয়ন মেলে জগতের বাহার দেখতে চাইলে মন খুলে বাঁচতে হবে সবার আগে । ৮৫ বছর বয়সে অস্কার জয়ী হন ইমানুয়েল রিভা । ৮৮ বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান ডরিস লেসিং ।মনে রাখতে হবে , জীবনটা কোনো রেস নয় , একটা জার্নি । এর পায়ে পায়ে , পরতে পরতে বিস্ময় । এখানে সফলতার মার্কশিট বলে কিছু নেই । তা যদি হতো , তাহলে আমাদের পৃথিবী ভ্যান গঘ , বিল গেটস কিংবা মার্ক জুকারবার্গ প্রমুখ কাউকেই পেতো না ।

আরও পড়ুন- ফিরে দেখা: চব্বিশের বিনোদনের ফ্ল্যাশব্যাক সফর

_

_

_

Related articles

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...
Exit mobile version