Thursday, August 28, 2025

ভাল- মন্দ, পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে আরো একটা বছর শেষ। নতুন বছরে নয়া উদ্যমে কিছু করার আগে এক নজরে পুরনো বছরের স্মৃতিচারণায় মত্ত আট থেকে আশি। দেশ থেকে বিদেশ, ক্রিকেট থেকে রাজনীতি, বাণিজ্য থেকে বিনোদনে বছরভর শুধুই ঘটনার ঘনঘটা। রঙিন বিনোদন জগতের (Entertainment Industry) রঙ্গময় ছবি ধরা পরল ২০২৪-এর বারো মাস ধরেই। বর্ষশেষের লগ্নে এবার সেই ফ্ল্যাশব্যাকের ছোট্ট সফর।

চলতি বছর সাত পাকে ঘুরে দাম্পত্যের নতুন সফর শুরু করলেন অনেক সেলিব্রেটিরাই। তারকা তালিকায় শুরুতেই আম্বানি পুত্র অনন্ত আর রাধিকার বিয়ে (Anant Ambani Radhika Marchant Wedding) নজর কাড়লো। হাই প্রোফাইল প্রি ওয়েডিং থেকে পোস্ট ম্যারেজ সেলিব্রেশানে গোটা দুনিয়াকে তাক লাগালেন লাগালেন রিলায়েন্স কর্তা। টলিউডের এই বছর শুরুতেই বিয়ের সানাই বাজিয়েছেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallik) এবং শ্রীময়ী চট্টরাজ। বছর শেষে তাঁদের নিয়ে বিতর্ক কম নয়।

কলকাতা থেকে দূরে বাওয়ালি ফার্মহাউসে বিবাহবাসর পাঠিয়েছিলেন সাজিয়েছিলেন গায়ক শোভন (Shovan Ganguly) এবং নায়িকা সোহিনী। এবছর সাতপাকে বাঁধা পড়েন অনুপম এবং প্রস্মিতা (Anupam Roy- Prashmita Paul)। এছাড়াও টেলি দুনিয়ায় রূপাঞ্জনা – রাতুল এবং আদৃত-কৌশাম্বিও ছাদনাতলায় গেছেন চব্বিশেই। বলিউডে বিয়ের সানাই বেজেছে শত্রুঘ্ন সিনহার বাড়িতে। ভিন্ন ধর্মে বিয়ে করেছেন অভিনেতার কন্যা সোনাক্ষী। এছাড়া রাকুলপ্রীত- জ্যাকি ভাগনানি, পুলকিত সম্রাট- কৃতী খরবন্দা, সিদ্ধার্থ-অদিতি রাও হায়দারি এবং দক্ষিণী তারকা নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালা বিবাহিত জীবন শুরু করেছেন।

চলতি বছরে যেমন একগুচ্ছ সম্পর্ক নতুন পরিণতি পেয়েছে তেমন অনেক দাম্পত্য ভেঙেও গেছে। এই তালিকার সারা বছর চর্চায় রেখেছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। যদিও তারকা যুগল প্রকাশ্যে কিছুই বলেননি। রিলেশনশিপ ক্রাইসিসের গল্পে এ আর রহমান এবং সায়রা বানুর ২৯ বছরের সম্পর্ক ভেঙে ডিভোর্সের কথাও সকলকে অবাক করে দেয়। খানিকটা এরকম ঘটনা টলিউডেও (Tollywood)। ২২ বছরের সম্পর্কে ইতি টেনে আপাতত ছাদ আলাদা যিশু -নীলাঞ্জনার। যদিও পাকাপাকিভাবে দুজনের কেউই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছননি।

দাম্পত্যের তিক্ত অভিজ্ঞতার কথা এ বছর সবার সামনে তুলে ধরেছেন অভিনেতা ঋষি কৌশিক(Rishi Kaushik)। যদিও তাঁর স্ত্রী দেবযানী এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

বক্স অফিসের ‘পুষ্পা’রাজ থেকে ওয়েব দুনিয়ার ‘পঞ্চায়েত’ সিরিজ। ২০২৪-এ বিনোদনে বাজিমাত করল অনেক গল্পই। মৌলিক বিষয় থেকে শুরু করে সিকুয়ালের রমরমার মাঝে কোনও ছবি সুপারহিট কোনওটা বক্স অফিসে ব্যবসাই করতে পারল না। আলিয়া ভাটের ‘জিগরা’ হোক বা অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ – চলতি বছর টাউনে খুব একটা লাভজনক ব্যবসা করতে পারল না কোনও সিনেমাই। ব্যতিক্রম স্বাধীনতার মাসে মুক্তি পাওয়া ছবি ‘স্ত্রী-টু’ (Stree 2)। দীপাবলির মরশুমে সামান্য ব্যবসা করল ‘ভুলভুলাইয়া থ্রি’। তবে দেশ-বিদেশ জুড়ে যদি কোনও ভারতীয় সিনেমার উল্লেখযোগ্য ব্যবসা হয়ে থাকে তাহলে অবশ্যই বছরের একদম শেষ লগ্নে ‘পুষ্পা ২’ -এর (Pushpa 2) কথা বলতে হয়।

বাংলা সিনে জগতের জন্য এ বছরটা খুবই স্পেশাল। ‘অর্ধাঙ্গিনী’ থেকে শুরু করে ‘বাবলি’র মত ভিন্নধর্মী ছবি মুক্তি পেয়েছে এই বছর। বিশেষভাবে বলতে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় – ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির ৫০-তম ছবি ‘অযোগ্য’র কথা। হল (Hall) ভর্তি দর্শক বুঝিয়ে দিয়েছেন আজও এই জুটির অন স্ক্রিন কেমিস্ট্রি মন ভরিয়ে দিতে সক্ষম। বছরভর নানা সিনেমার ভিড়ে বাংলা বিনোদন জগতের অন্যতম আকর্ষণ ছিল পুজোর রিলিজ। আর সেখানেই সকলকে টেক্কা দিল শিবপ্রসাদ- নন্দিতা জুটির ছবি ‘বহুরূপী’। টলিউড পেল ‘অভিনেত্রী’ কৌশানী মুখোপাধ্যায়কে (Koushani Mukherjee) । একই সময় মুক্তি প্রাপ্ত সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’ ছবিতে দেবের (Dev) থেকেও বেশি নজর কাড়লেন রুক্মিণী (Rukmini Moitra)। তবে বর্ষশেষের স্যোয়াগ নিজের হাতেই ধরে রাখলেন সাংসদ -অভিনেতা দেব (Dev)। মধ্যরাতে হাউসফুল ‘খাদান’ সিনেমার স্ক্রিনিং এতদিনের বাংলা ছবির ইতিহাসে রেকর্ড তৈরি করল।

হিট – ফ্লপ, নতুন-পুরনো মিলিয়ে চব্বিশের বিনোদন সফরের সমাপ্তি। নতুন বছরের চমকের আশায় এখন থেকেই দিন গোনা শুরু।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version