Thursday, August 28, 2025

দুর্নীতির প্রতিবাদে বিজেপি ত্যাগ: বড় ভাঙ্গন শুভেন্দু গড় নন্দীগ্রামে

Date:

বিজেপি পরিচালিত পঞ্চায়েতে লাগামছাড়া দুর্নীতি, সন্ত্রাস। আর তার প্রতিবাদ করলেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) রোশের মুখে পড়তে হয় বিজেপিরই নেতাদের! কার্যত বিরোধী দলনেতার কাজে ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়লেন তমলুক সংগঠনিক জেলার বিজেপি নেতা অশোক করণ (Ashoke Karan) সহ প্রায় পঞ্চাশ সদস্য। সদস্য সংগ্রহ অভিযানের মধ্যেই বিজেপিতে (BJP) নেতৃত্ব স্তরে বড়সড় ভাঙ্গন ফের একবার প্রশ্নের মুখে ফেলে দিল শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পরিচালন ক্ষমতাকেই। একঝাঁক নন্দীগ্রাম বিজেপি কর্মীদের দলত্যাগে কটাক্ষ তৃণমূলের।

বিজেপির তমলুক সংগঠনিক জেলা কমিটির নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন অশোক করণ। ২০০৩ সাল থেকে তৃণমূল কর্মী হলেও শুভেন্দুর পথ অনুসরণ করে তাঁরা যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার মোহভঙ্গ। ফলে প্রায় ৫০কর্মীসহ বিজেপি ছাড়লেন অশোক করণ ও দেবাশিস দাস। একদিকে নন্দীগ্রামে পরপর দুই তৃণমূল কর্মীর (TMC worker) খুনের ঘটনায় অভিযুক্ত বিজেপি। এই কোণঠাসা পরিস্থিতিতে দলীয় নেতাদের দলত্যাগ নিজের এলাকাতেই সংকট বাড়ালো বিরোধী দলনেতার।

দলত্যাগী বিজেপি নেতাদের দাবি, বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলিতে পাহাড় প্রমাণ দুর্নীতি (corruption)। অন্যদিকে নন্দীগ্রাম (Nandigram) জুড়ে রাজনৈতিক বিবাদ ও সংঘর্ষে উস্কানি দিচ্ছেন বিজেপি নেতারা। এই দুই পন্থার প্রতিবাদ করেন অশোক দেবাশিসের মত নেতারা। বদলে শুভেন্দু অধিকারীর রোশের মুখে পড়তে হয় তাঁদের। অবশেষে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে বিজেপি থেকে ইস্তফার সিদ্ধান্ত নেন তাঁরা।

নিজের গড় ধরে রাখতে না পেরে তৃণমূলের কটাক্ষের শিকার বিজেপি। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, বিরোধী দলনেতার কেন্দ্রে যদি তাঁর উপর আস্থা না রেখে বিজেপি ছেড়ে দেন তাহলে সেটা বিজেপি বুঝবে। তবে বিজেপির লোকেরাই অভিযোগ এনেছে দল কীভাবে চলছে, খুন খারাপির রাজনীতি চলছে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version