Saturday, November 29, 2025

মে ডে ডাকার পরই বেলি ল্যান্ডিং, দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনায় মৃত ১২৪

Date:

Share post:

অবতরণের কয়েক মুহূর্ত আগেই পাইলট টের পেয়েছিলেন সমস্যা হয়েছে। দক্ষিণ কোরিয়ার মুয়ান (Muan) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই তিনি মে ডে (May day) অর্থাৎ বিপদ বার্তা ঘোষণা করেছিলেন। তার পরক্ষণেই বিমানটিকে রানওয়েতে বুকে নামতে (belly landing) দেখা যায়। এরপর দ্রুত গতিতে গিয়ে পাশের দেওয়ালে ধাক্কা মারে বিমান। যার পরিণতি হিসেবে মৃত্যু হল ১২৪ জনের। মৃত্যু হয়েছে পাইলট, কো পাইলটের। ফলে দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করতে বাধার মুখে সে দেশের পরিবহন দফতর।

রবিবার সাতসকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক (Bangkok) থেকে ১৮১ জন যাত্রী নিয়ে দক্ষিণ কোরিয়ার (South Korea) উদ্দেশে রওনা দেয় দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার সংস্থার বিমান। এর মধ্যে দুজন থাই নাগরিক ছাড়া বাকি ১৭৯ জন ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক। দুর্ঘটনায় বিমানের সামনের অংশ আগুনে জ্বলে নিশ্চিহ্ন হয়ে যায়। পিছনের খানিকটা অংশ রক্ষা পায়। সেখান থেকেই প্রাণে বাঁচতে জানলা থেকে লাফ দিতেও দেখা যায় বিমান যাত্রীদের।

বিমান বন্দর সূত্র ও যাত্রীদের সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বেশ কিছু ভিডিও থেকে তদন্তকারীদের অনুমান বিমানটিতে পাখির ধাক্কা লেগে থাকতে পারে। ল্যান্ডিং গিয়ারে (landing gear) ধাক্কা লাগা পাখি আটকে যায় বলেও অনুমান। যার ফলে অবতরণের আগের মুহূর্তে ল্যান্ডিং গিয়ার কাজ করেনি। দুর্ঘটনায় ২ বিমান কর্মী প্রাণে বেঁচেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করবেন দক্ষিণ কোরিয়ার তদন্তকারীরা।

মৃত ১২৪ জনের মধ্যে ৫৭ জন মহিলা, ৫৪ জন পুরুষ। ১৩ জনের পরিচয় বোঝা যায়নি বলে দাবি দক্ষিণ কোরিয়া (South Korea) পরিবহন মন্ত্রকের। তবে এখনো অনেক যাত্রী নিখোঁজ থাকার সম্ভাবনা রয়েছে বলেও দাবি তাঁদের। ১৯৯৭ সালের পর এটি দক্ষিণ কোরিয়ার সবথেকে বড় বিমান দুর্ঘটনা। ৯৭-এর দুর্ঘটনায় ২০০ জনের মৃত্যু হয়েছিল এবার সেই সংখ্যাটা এখনো পর্যন্ত খানিকটা কম।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...