বাঁকুড়ার জঙ্গলে চলছে বাঘবন্দির খেলা! রবিবার সকালে পরিকল্পনা বদল বন দফতরের

জঙ্গলের যে এলাকায় জিনতকে দেখা গিয়েছে, সেই এলাকা জাল দিয়ে ঘেরা হচ্ছে

0
1

বাঁকুড়ার জঙ্গলে চলছে বাঘবন্দির খেলা। দু’বার ঘুমপাড়ানি গুলি লাগে জিনতের গায়ে। কিন্তু তাতেও কাবু করা যায়নি বাঘিনিকে। সাময়িক ঝিমিয়ে পড়লেও আবার স্বমেজাজে বনকর্মীদের সঙ্গে রীতিমতো লুকোচুরি খেলছে সে। তাকে বাগে আনতে রবিবার সকালে পরিকল্পনা বদল করেছে বন দফতর।

রবিবার সকাল থেকে জিনতকে ধরতে পরিকল্পনা পরিবর্তন করেছে বন দফতর। জঙ্গলের যে এলাকায় জিনতকে দেখা গিয়েছে, সেই এলাকা জাল দিয়ে ঘেরা হচ্ছে। আরও ছোট করা হচ্ছে জালের পরিধি। এ ভাবেই জিনতকে কোণঠাসা করার চেষ্টা চলছে। বনকর্মীরা নিশ্চিত, রানিবাঁধ ব্লকের পুড্ডি পঞ্চায়েতের বারুনিয়া ও গোসাঁইডিহি গ্রাম সংলগ্ন জঙ্গলের মধ্যেই রয়েছে বাঘিনি।

যদিও শনিবার সকালে বাঁকুড়ার রানিবাঁধ থানার গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল জিনত। তার পরই বাঘিনির অবস্থান নিশ্চিত হতেই তৎপর হয় বন দফতর। তাকে কাবু করতে ঘুমপাড়ানি গুলি ছোড়ার বন্দোবস্ত করেন বনকর্মীরা। জঙ্গল ঘিরে আগুন জ্বালিয়ে জিনতকে খাঁচাবন্দি করার চেষ্টা হয়। কিন্তু পাতা ফাঁদে পা দেয়নি জিনত।