Thursday, August 21, 2025

ক্রিসমাস পালনই ‘অপরাধ’! বিজেপির ওড়িশায় দুই মহিলাকে গাছে বেঁধে ‘শাস্তি’

Date:

ওড়িশাকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না, এমনই হুংকার দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বী (Christian) দুই মহিলাকে গাছে বেঁধে অত্যাচার হিন্দু সম্প্রদায়ের নেতাদের। ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা ওড়িশায় (Odisha) নতুন নয়। ২৩ বছর আগে এখানেই জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল মিশনারি ধর্মপ্রচারক গ্রাহাম স্টেনকে। নবীন পট্টনায়েক (Naveen Patnaik) সরকারের পতনের পর ওড়িশার ক্ষমতায় বিজেপি আসার পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচারের ঘটনা ফের বাড়তে শুরু করেছে। এবার ক্রিসমাস পালনের অভিযোগে দুই মহিলাকে শারীরিক নিগ্রহ করতেও পিছপা হলো না হিন্দু সমাজের নেতারা।

২৫ ডিসেম্বর ওড়িশার জাজপুরে (Jajpur) একটি গ্রামে খ্রিস্টান ধর্মাবলম্বী মহিলারা ক্রিসমাস পালন করছিলেন। সেই সময় তাদের উপর চড়াও হয় দেবসেনা দলের (Dev Sena group) নেতারা। তারা অভিযোগ করে এলাকায় খ্রিস্টান ধর্মের প্রচার চালাচ্ছিলেন ওই দুই মহিলা। ধর্মীয় প্রচার চালানো মোদি জমানায় যে কত বড় অপরাধ প্রমাণ করলেন ওড়িশার হিন্দু নেতারা। যদিও ধর্মপ্রচারের অভিযোগের কোন প্রমাণ তারা দেখাতে পারেননি।

সম্প্রতি ওড়িশায় পরিযায়ী শ্রমিক (migrant labour) হিসেবে কাজ করতে যাওয়া বাঙালিদের হেনস্থার শিকার হতে হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ার কারণে বাংলাদেশের অনুপ্রবেশকারী বলে তাদের মারধরও করা হয়েছে। ওড়িশায় এবার হিন্দুত্ববাদীদের রোশের শিকার আর এক সংখ্যালঘু সম্প্রদায়, খ্রিস্টান মহিলারা। ক্রিসমাস ডে এর ঘটনার ভিডিও শনিবার প্রকাশ্যে আসার পর যদিও ওড়িশা প্রশাসন এই নিয়ে কোন পদক্ষেপই নেয়নি।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওটিতে (ভিডিও সত্যতা বিশ্ব বাংলা সংবাদ যাচাই করেনি) দেখা যায় দুই মহিলাকে গাছে বাঁধা হয়েছে। তাঁদের মুখে কিছু লেপে দেওয়া হয়েছে। দেবসেনা (Dev sena group) দলের নেতা এক মহিলার হাত ধরে টানছেন এমনও দেখা যায়। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন এই সম্প্রদায়ের মানুষ সমাজের জন্য ক্ষতিকর। সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের উপর অত্যাচার করে আবার ওই নেতাই দাবি করেন ওড়িশাকে তারা বাংলাদেশ হতে দেবেন না।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version