Wednesday, May 14, 2025

মহিলাদের প্রতি প্রতিবেশীর কুদৃষ্টি! তালিবান ফতোয়ায় থাকবে না বাড়িতে কোন জানলা

Date:

দৈনন্দিন বিনোদন, খেলাধুলো এমনকি চাকরি করা থেকেও শতযোজন দূরে আফগানিস্তানের (Afganistan) মহিলারা। এবার নিজেদের বাড়ির মধ্যেও জানলা বিহীন ঘরে তাদের থাকতে হবে। শুধুমাত্র প্রতিবেশীর কুদৃষ্টি থেকে বাঁচার জন্য। পাছে প্রতিবেশী জানলা দিয়ে কোন মহিলাকে দেখে ফেলে, কোন লালসা তার মধ্যে জন্ম নেয়। তাই মহিলাদেরকেই থাকতে হবে বদ্ধ বাড়িতে, যেখানে থাকবে না কোন জানালাও।

গোটা বিশ্বের কাছে হাস্যকর হাজার রকমের ফতোয়া জারি করে সমালোচনায় বিদ্ধ তালিবানরা (Taliban) আর যেন কোন সমালোচনাকে ভয় করেন না। দেশ চালাতে গোটা পৃথিবীর সমাজের সব নিয়মকে তারা তুড়ি মেরে উড়িয়ে দিতে একবারও ভাবেনা। এমন একটা সমাজ আফগানিস্তানে তালিবান সরকার তৈরি করেছে যেখানে নারীর স্থান বাড়ির আসবাবের মতো। তবে তাদের যত্ন করে রাখা হবে ভোগের বস্তু হিসাবেই। মালিকানা যার ভোগেও তারই অধিকার থাকবে।

সেই নীতিকে তুলে ধরতে বন্ধ হল বাড়িতে জানলা (window) তৈরির ব্যবস্থা। নতুন ফতোয়ায় বলা হয়েছে বাড়ির জানালা দিয়ে যদি রান্নাঘর (kitchen), কুয়োতলা (well) ইত্যাদি যেসব জায়গায় মহিলারা যাতায়াত করেন, সেখানে বাইরে থেকে দৃষ্টি যায় তাহলে তা কোনও প্রতিবেশীর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তিনি লালসার শিকার হতে পারেন। আফগানিস্তান জুড়ে নতুন তৈরি হওয়া বাড়িতে রাখা যাবে না কোন জানালা। আর যেসব বাড়িতে আগে থেকেই জানালা রয়েছে সেখানে জানালাগুলি পাঁচিল তুলে বা অন্য কোন উপায়ে বন্ধ করে দিতে হবে। স্থানীয় প্রশাসন প্রত্যেকটি বাড়িতে নজরদারি চালিয়ে পরীক্ষা করে দেখবে এই নিয়মের পালন সঠিকভাবে হচ্ছে কিনা।

যদিও এই ফতোয়ার পিছনে তালিবান সরকারের (Taliban government) দাবি তারা সমাজে নারী এবং পুরুষের অধিকারকে সমানভাবে রক্ষা করতে চান, বলেই এই নতুন নিয়ম। মহিলাদের প্রতি পুরুষের কুদৃষ্টি বেড়াতেই এ ধরনের পন্থা নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের।

Related articles

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি...
Exit mobile version