Thursday, August 21, 2025

দুষ্টুলোকের খপ্পরে পড়বেন না: সন্দেশখালিতে বার্তা মুখ্যমন্ত্রীর, মিথ্যে বেশিদিন চলে না বলে নিশানা বিরোধীদের

Date:

সন্দেশখালির সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে একতিরে রাম-বামকে বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সন্দেশখালির (Sandeshkhali) মিশনমাঠে পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। আর সেই মঞ্চ থেকে মহিলাদের সাবধান করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেন, ”দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না।” এরপরই বিজেপিকে (BJP) নিশানা করে তিনি বলেন, ”আমি জানি এখানে টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো, সবটাই ভাঁওতা, মিথ্যে বেশিদিন চলে না।” সিপিএমকে (CPIM) আক্রমণ করেন মমতা বলেন, ”ওটা নরকঙ্কাল, অত্যাচারীর দল। এদের মিথ্য কথায় ভুলবেন না।”

এদিন মঞ্চ থেকে অনুষ্ঠানে থেকে ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬টি প্রকল্প, আরও টাকা খরচ করে ৪২টি প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সভার শুরুতেই মা-বোনেদের প্রণাম জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সন্দেশখালির মা-বোনেরা যেনে রাখুন, সব মা-বোনেরা আমাদের গর্ব। স্বাস্থ্যসাথী কার্ড আমরা মা-বোনেদের নামে করেছি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। ২০ হাজার মামুষের কাছে পরিষেবা পৌঁছবে। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, উত্তর চব্বিশ পরগনায় নতুন সাব ডিভিশন হবে। কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য নতুন সাব ডিভিশন করা হবে। মমতা (Mamata Banerjee) জানান, স্থানীয়দের দাবি মেনে, সন্দেশখালির ২ নম্বর ব্লকে ঝুপখালিতে বাড়মাজুর ১ নম্বর ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে। সন্দেশখালিতে বাঁধ, সুস্বাস্থ্যকেন্দ্র, রাস্তা, জল সংশোধনাগার-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন হয়েছে এদিন। একই সঙ্গে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ করা হবে বলে ঘোষণা করে রাজ্যের প্রশাসনিক প্রধান।
আরও খবর: বুঝলেন ভুল! মমতার সফরের আগেই সন্দেশখালিতে তৃণমূলে যোগ সুজয় মাস্টারের

লোকসঙা নির্বাচনের আগে সন্দেশখালির অশান্তির কথা উল্লেখ না করেও এদিন এক তিরে বাম-বিজেপিকে বিদ্ধ করেন মমতা। বলেন, “টাকার অঙ্কে খেলা হয়েছে। মানুষকে ভুল বোঝানো হয়েছিল। পরে দেখলেন তো, সবটাই ভাঁওতা, মিথ্যে বেশিদিন চলে না।”

এর পরেই সন্দেশখালির মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর সাবধানবাণী, “সকলে মিলেমিশে থাকবেন। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না।” তার কথায়, “আমি চাই সন্দেশখালির ছেলেমেয়েরা এগিয়ে যাক।”

সরাসরি বিজেপির নিশানা করে মমতা বলেন, “বিজেপির অনেক টাকা আছে, কিন্তু সেটা অন্যায়ের টাকা। ওই টাকায় হাত দেবেন।“ এর পরেই সিপিএমকে তীব্র আক্রমণ করে মমতা। বলেন, “সবথেকে বেশি মানুষকে অত্যাচার করত যারা, তারা এখন বড় বড় কথা বলছে। ওটা নরকঙ্কাল, অত্যাচারীর দল। এদের মিথ্য কথায় ভুলবেন না। মনে রাখবেন, দিদিকে বললে দিদি কাজ করবে।“

একই সঙ্গে সন্দেশখালির মঞ্চ থেকে ফের সরকারি প্রকল্পের জন্য কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বলেন, “আপনার টাকা, আপনার অধিকার। আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না। কাউকে টাকা দেবেন না।”

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version