প্রতিটি বছর যখন শুরু হয় তখন মানুষের মনে, জীবনে নতুন নতুন আশার সঞ্চার হয়। তারপরেও প্রতিবছরই নানা ঘটনা বা দুর্ঘটনা সেই সব আশাকে হতাশায় বয়ে নিয়ে যায়। কখনও মানুষ নিজেই মানব সংসারে সংহারকের ভূমিকা নেয়। কখনও শিকার হয় প্রকৃতির সংহারের। তারপরেও সেই হতাশার মধ্যেই উঁকি দেয় ছোট ছোট আশার আলো। বছর শেষে ফিরে দেখা ২০২৪-এর সেই সব সাড়া জাগানো ঘটনাগুলি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
দুই বছরের বেশি সময় ধরে জারি ইউক্রেন (Ukraine) ও রাশিয়ার (Russia) যুদ্ধ। এপর্যন্ত ৪৩ হাজার ইউক্রেনীয় সেনার মৃ্ত্যুর দাবি করেছেন জেলেনস্কি। এমনকি একাধিকবার যুদ্ধে গিয়ে আহত বহু যোদ্ধা বলেও তাঁর দাবি। উল্টোদিকে রাশিয়ার ১ লক্ষ ২০ হাজারের বেশি সেনা নিহত বলে দাবি মস্কোর। আমেরিকার ক্ষমতার পালাবদলে যুদ্ধবিরতির আশা খুঁজছে গোটা বিশ্ব।

ইজরায়েল-গাজা সংঘাত
গাল্ফ প্রদেশে হামাস (Hamas) জঙ্গি গোষ্ঠীকে খতম করার পণ নেওয়া ইজরায়েল (Israel) উড়িয়ে দিয়েছে যুদ্ধবিরতির সব চুক্তি। শুধুমাত্র গাজায় নিহত ৪৫ হাজার ৫০০। ইজরায়েলের এক হাজার সাতশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। হামাসের একের পর এক শীর্ষনেতার সংহারে ইরান, ইয়েমেন, জর্ডনের মতো দেশকেও যুদ্ধে জড়িয়ে গোটা গাল্ফ এলাকাকে বারুদের গন্ধে ভরিয়ে তুলেছে ইজরায়েল।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা
দার্জিলিংয়ের নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরেই মালগাড়ির প্রবল ধাক্কা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Express)। ১৭ জুনের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানি ১০ জনের হলেও প্রকাশ্যে উঠে আসে রেলের চূড়ান্ত অব্যবস্থা নিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পরিবহনের ছবি।

ওয়েনাড়ে ভূমিধ্বস
প্রকৃতির ধ্বংসলীলার সাক্ষী কেরালার ওয়েনাড় (Wayanad) জেলা। ৩০ জুলাইয়ের ভূমিধ্বসে রাতারাতি চুড়ালমালা, মুণ্ডক্কাই সহ চারটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। মৃত প্রায় ২৩০ জন, নিখোঁজ হন শতাধিক।

অলিম্পিক
সুস্থ প্রতিযোগিতাতেই যে বিশ্বের দেশগুলির মধ্যে সুস্থ সম্পর্ক তৈরি হয়, তা প্রমাণিত হয় অলিম্পিকের মঞ্চে। ২০২৪ সালে চার বছরের অপেক্ষার অবসানে প্যারিস (Paris) শহরে বসে এই আসর। পদক আর রেকর্ড সংখ্যার উজ্জ্বল ঝলকানির সঙ্গেই বাড়ে ক্রীড়াপ্রেমীদের যোগদান। ১ কোটি ২১ লক্ষ টিকিট বিক্রির দাবি ফ্লান্সের। যার অর্থ স্টেডিয়ামগুলির ৯৫ শতাংশ পূর্ণ হয় এই অলিম্পিকে।

তাইওয়ানে সুপার টাইফুন কং-রে
গত ৩০ বছরের সবথেকে বড় টাইফুনের শিকার দ্বীপরাষ্ট্র তাইওয়ান (Taiwan)। মৃত্যু হয় অন্তত ৭০ জনের। আগে থেকে প্রশাসনিক প্রস্তুতি সত্ত্বেও কং রে-র ধ্বংসলীলার ছবি মনে করিয়ে দেয় ২০০৪ সালের সুনামিকে।

দূষণের কবলে লাহোর থেকে দিল্লি
নজিরবিহীন দূষণের শিকার ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চল। পাকিস্তানের লাহোর থেকে ভারতের রাজধানীতে প্রায় চার মাস ধরে ধোঁয়াশা। যার কারণ মানষের তৈরি করা দূষণ – অত্যধিক ফসলের নাড়া পোড়ানো থেকে ইমারতি কাজ। লাহোরে (Lahore) যেখানে দূষণের মাত্রা নভেম্বরে ১০০০ পার করে, সেখানে দিল্লিতে (Delhi) যমুনায় জমে রাসায়নিক ফেনা।

ফ্রান্সে সাইক্লোন চিডো
একশো বছরের সবথেকে ভয়ঙ্কর সাইক্লোনের শিকার ফ্রান্স (France)। চিডো-র প্রভাবে তছনছ ফরাসী এলাকা মায়োট। মৃতের সংখ্যা হাজার ছাড়ায় বলে দাবি ফরাসি প্রশাসনের।

স্বামীকে জেলে পাঠালেন সাহসী গিজেল
প্রায় দশ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে পুরুষদের ডেকে ধর্ষণ করিয়েছিলেন ফ্রান্সের ডমিনিক পেলিকোট (Gisele Pelicot)। চার বছর পরে স্বামী সহ ৫০ জন ধর্ষককে জেলের শাস্তির মুখে নিয়ে গেলেন গিজেল পেলিকট।

কাজাখিস্তান বিমান দুর্ঘটনা
রাশিয়ার যুদ্ধনীতির চরম শিকার আজারবাইজানের (Azerbaijan) বিমান। ২৫ ডিসেম্বর নির্বিঘ্নে কাজাখিস্তানের আখটাও শহরে অবতরণের সময় রাশিয়ার ড্রোণ হামলার শিকার বিমানের ৩৮ নিরপরাধ যাত্রীর মৃত্যু কাঠগড়ায় দাঁড় করালো পুতিনকে।

উত্তর গোলার্ধে উষ্ণতম শীত
বছরের শুরু থেকে শেষ পর্যন্ত উষ্ণায়নে জর্জরিত গোটা বিশ্ব। সর্বকালের উষ্ণ শীতকাল দেখেছে আমেরিকা, যেখানে মোমের মূর্তিও গলে গিয়েছে। আবার ভারতীয় উপমহাদেশে নভেম্বরের শুরুতে একশো বছরের সর্বোচ্চ তাপমাত্রা দেখা গিয়েছে।

পৌষমেলা
করোনার অজুহাতে ২০১৯ সালে ঐতিহ্যবাহী পৌষমেলা (Pousmela) বন্ধ করে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরপর পরিবেশ আদালতে মেলায় দূষণ নিয়ে ওঠা প্রশ্নকে তুলে ধরে বন্ধ রাখা হয় বাঙালির অতিপ্রিয় এই বার্ষিক উৎসব। অবশেষে এবছর পুরোনো ঐতিহ্য নিয়ে শান্তিনিকেতনের মেলার মাঠে ফিরল পৌষমেলা।

তিনবার জেগে উঠল কিলাউই
একই বছরে তিনবার জেগে উঠল হাওয়াই দ্বীপের কিলাউই (Kilauea) আগ্নেয়গিরি। ২৫ ডিসেম্বর যে এলাকায় অগ্নুৎপাত শুরু হয়েছে সেখানে প্রাণহানির সম্ভাবনা নেই বলেই দাবি হাওয়াই প্রশাসনের। তবে জুন, সেপ্টেম্বরের পরে আবার ডিসেম্বরে জেগে ওঠায় ২০১৮ সালের ছয়মাস ধরে চলা অগ্নুৎপাতের আতঙ্ক প্রশান্ত মহাসাগরের দ্বীপে।