Tuesday, November 11, 2025

মেলবোর্ন টেস্ট হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ধাক্কা ভারতের

Date:

বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ আরও কঠিন হল ভারতের। এদিন মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে টিম ইন্ডিয়া। যার যেরে বর্ডার-গাভস্কর ট্রফি সিরিজে ২-১ পিছিয়ে যায় রোহিত শর্মার দল। আর এতেই বিপত্তি। মেলবোর্নে চতুর্থ টেস্ট হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে গেল ভারতীয় দল।

আগেই শীর্ষ স্থান হারিয়েছে। শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের ফলে ফাইনালে জায়গা পাকা করে ফেলেছেন টেম্বা বাভুমারা। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৮৮। শতাংশের হিসাবে ৬৬.৬৭। এই পয়েন্ট শতাংশের হিসাবে শীর্ষে থাকা দু’দল খেলার সুযোগ পাবে ফাইনালে। তাদের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সেরা ১৬টি টেস্ট খেলে ১০টিতে জয় পেয়েছেন, দু’টি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ ১১৮। আর এক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। তবে পয়েন্ট শতাংশ কমে গিয়েছে রোহিতদের। ১৮টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং ড্র দু’টি। সম্ভাব্য সর্বোচ্চ ২১৬ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৫২.৭৭। তালিকায় তৃতীয় স্থানে থাকলেও রোহিতদের পয়েন্ট শতাংশ ক্রমশ কমছে ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। সম্ভাব্য সর্বোচ্চ ১৬৮ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৮১। শতাংশের হিসাবে ৪৮.২১। তালিকায় পঞ্চম স্থানে শ্রীলঙ্কা। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৬০। শতাংশের হিসাবে ৪৫.৪৫।

আরও পড়ুন- অজিদের কাছে চতুর্থ টেস্টে হেরে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ?

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version