অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট হারে ভারতীয় দল। ব্যাটিং ব্যর্থতার কারণে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। এই হারের পর সমালোচিত হন রোহিত শর্মা, বিরাট কোহলি। পারথ টেস্টে বিরাট রান পেলেও, এখনও পর্যন্ত রান পাননি রোহিত। ৩, ৬, ১০, ৩, ৯। এখনও পর্যন্ত বর্ডার-গাভাস্কর ট্রফিতে এটাই রোহিতের রানের সংখ্যা। আর এরপরই তাঁর অবসর নেওয়া উচিত উঠছে রব । আর সূত্রের খবর, টেস্ট থেকে সত্যিই নাকি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রোহিত।

এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নির্বাচকদের কাছে অবসরের ইচ্ছাপ্রকাশ করেছেন ভারত অধিনায়ক রোহিত। সিডনি টেস্ট খেলেই নাকি টেস্ট ক্রিকেটকে আলবিদা জানাতে পারেন। তবে ভারতীয় দল যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে, তাহলে আলোচনার ভিত্তিতে সেই সিদ্ধান্ত বদল করতেও পারেন বলে সূত্রের খবর। সেক্ষেত্রে ওই ফাইনাল ম্যাচই হবে তাঁর অন্তিম টেস্ট ম্যাচ।
বর্ডার-গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট থেকে ফিরেছেন রোহিত। প্রথম টেস্টে ছিলেন না রোহিত। তবে দ্বিতীয় টেস্ট থেকে ফিরেছেন ভারত অধিনায়ক। তবে ম্যাচে ফিরলেও, রান পাননি রোহিত। আর এরপরই রোহিতের পারফরম্যান্স নিয়ে ওঠে প্রশ্ন। রব ওঠে রোহিতের অবসর নিয়ে।

আরও পড়ুন- ‘পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়’, ডার্বি নিয়ে মুখ খুললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

–

–

–

–

–

–

–

–

–
