Thursday, August 21, 2025

এখনই কি অবসর নেওয়া উচিত বিরাট-রোহিতের? মুখ খুললেন শাস্ত্রী

Date:

চলছে বর্ডার-গাভাস্কর ট্রফি। আর বর্ডার-গাভাস্কর ট্রফি সিরিজে ২-১ ফলাফলে পিছিয়ে টিম ইন্ডিয়া। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে প্রশ্নের মুখে টিম ইন্ডিয়ার ব্যাটিং। বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরম্যান্স। যেই কারণে বারবার সমালোচনার মুখে পড়ছেন টিম ইন্ডিয়ার দুই ব্যাটার। পারথ টেস্টে শতরানের পর আর তেমন ব্যাট হাতে দাপট দেখাতে পারেনি বিরাট। আর রোহিত এখনও ব্যর্থ । এরপর দুজনের অবসর নিয়ে উঠছে জল্পনা। আর এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

এই নিয়ে শাস্ত্রী বলেন, “ আমার মনে হয় বিরাট কিছু সময় খেলবেন। সে যেভাবে আউট হয়েছিল তা ভুলে যান, বা যাই হোক না কেন। আমার মনে হয় বিরাট আরও তিন-চার বছর খেলবেন। যতদূর রোহিতের কথা উদ্বিগ্ন, তবে এটি তাঁর একটি কল। অর্ডারের শীর্ষে ব্যাট করেন তিনি, রোহিত জানেন, শুধু অনুভব করুন যে তাঁর ফুটওয়ার্ক কি একই রয়েছে। রোহিত সম্ভবত বলটি খেলতে দেরি করছেন। তাই সিরিজের শেষে এটি তাকেই সিদ্ধান্ত নিতে হবে।“

রোহিতের ব্যাট দিয়ে এই সিরিজে এখনও পর্যন্ত এসেছে, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ৬ রান। তারপরে, তৃতীয় টেস্টে, রোহিত প্রথম ইনিংসে করেছেন ১০ রান করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে তার পালা আসেনি। এই দুটি ম্যাচেই রোহিত শর্মা ৬ নম্বরে ব্যাট করেছিলেন। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে, রোহিত ওপেনার হিসাবে ব্যাট করতে এসেছিলেন, কিন্তু তিনি মাত্র ৩ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন। দ্বিতীয় ইনিংসে ৪০ বলে ৯ রান করে কামিন্সের বলে আউট হন রোহিত। অপরদিকে বিরাট কোহলির প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেন ৫ এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৭ রান এবং দ্বিতীয় ইনিংসে ১১ রান। এরপর, তৃতীয় টেস্টে বিরাট প্রথম ইনিংসে ৩ রান করেন এবং দ্বিতীয় ইনিংসে তার পালা আসেনি । চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে বিরাট করেন ৩৬ রান। দ্বিতীয় ইনিংসে করেন ৫ রান ।

আরও পড়ুন- বাংলাদেশি থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, যশস্বীর আউট ঘিরে শুরু হল বিতর্ক

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version