Thursday, August 21, 2025

সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা , শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা জানান ক্রীড়ামন্ত্রী

Date:

দীর্ঘ ছ’বছরের অবসান। ৬ বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। সঞ্জয় সেনের হাত ধরে ২০১৬-১৭ মরশুমের পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বঙ্গ ব্রিগেড। ফাইনালে বাংলা কেরলকে হারাল ১-০ গোলে। বাংলার হয়ে একমাত্র গোল রবি হাঁসদার। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে গোল করেন রবি। আর এরপরই শুভেচ্ছার জোয়ারে ভাসতে শুরু করে বাংলা ব্রিগেড। বঙ্গ ব্রিগেডকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুভেচ্ছা জানান ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। শুভেচ্ছা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দোপাধ্যায় লেখেন, “ অনেক শুভেচ্ছা বাংলা ব্রিগেডকে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা। ৩৩ বার খেতাব জয় হল। অসাধারণ গোল করেছেন রবি হাঁসদা। অনেক অনেক অভিনন্দন কোচ সঞ্জয় সেনকে। এবং অধিনায়ক চাকু মান্ডিকে।“

ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, “অনেক শুভেচ্ছা বাংলা দলকে। ৩৩ বার সন্তোস ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা। এই জয় আলাদা আনন্দ দিচ্ছে, কারণ DHFC-এর ছ’জন ফুটবলার। অনেক অকেক শুভেচ্ছা কোচ সঞ্জয় সেনকে।

এদিকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “ দীর্ঘ ৬ বছর পর সন্তোষ ট্রফি জিতল বাংলা। ৭৮তম সন্তোষ ট্রফিতে কেরালার মত শক্তিশালী দলকে হারিয়ে এই নিয়ে ৩৩ বার ভারত সেরা হল বাংলা। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরমেন্সের ফলেই এই জয়। বাংলা দলের কোচ, ফুটবলার ও কর্মকর্তাদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বাংলাকে আবার ভারত সেরা করার জন্য। জয় বাংলা। “

আরও পড়ুন- সঞ্জয় সেনের হাত ধরে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা , বাংলার হয়ে গোল রবি হাঁসদার

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version