Sunday, May 4, 2025

২০২৪ সালে টেস্ট ক্রিকেটে অবিশ্বাস্য এক বছর কাটিয়েছেন যশপ্রীত বুমরা। ১৪.৯২ গড়ে ৭১ উইকেট।এই ভারতীয় পেসার ৭১ উইকেটের শেষ ৯টি পেয়েছেন মেলবোর্নে বক্সিং ডে টেস্টে। পারফরম্যান্সের স্বীকৃতি আইসিসির র‍্যাঙ্কিংয়েও পাচ্ছেন বুমরা। ২০২৪ সালের শেষ র‍্যাঙ্কিংয়ে ভারতীয় বোলারদের রেকর্ড রেটিং পয়েন্ট ছোঁয়ার পর ২০২৫ সালের প্রথম দিনে রেকর্ডটা একান্তই নিজের করে নিয়েছেন।টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে গত সপ্তাহে রবিচন্দ্রন অশ্বিন রেকর্ড ছুঁয়েছিলেন বিশ্বের এক নম্বর বোলার। বক্সিং ডে টেস্টের পারফরম্যান্সে ৩ পয়েন্ট বেড়ে বুমরার রেটিং পয়েন্ট এখন ৯০৭। রেটিং পয়েন্টের এই হিসেবে সর্বকালের ১৭তম স্থানে উঠে এলেন ২০২৪ আইসিসি বর্ষসেরা স্যার গারফিল্ড সোবার্স ট্রফি ও বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থাকা বুমরা।

বক্সিং ডের তিনটি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২ থেকে ১২ পর্যন্ত জায়গা ওলট–পালট করে দিয়েছে, পরিবর্তন এসেছে প্রতিটি ক্ষেত্রেই। অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড তিন থেকে দুইয়ে, প্যাট কামিন্স চার থেকে তিনে উঠেছেন। আগের সপ্তাহে দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা নেমে গিয়েছেন চারে। সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়া আরেক প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেন ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন পাঁচে। ইয়ানসেন এই প্রথম শীর্ষ পাঁচে জায়গা পেলেন।

তিন বছর পর টেস্ট ফেরা পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস র‍্যাঙ্কিংয়ে ফিরেই জায়গা পেয়েছেন ২৩তম স্থানে। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে পাকিস্তানকে অবিশ্বাস্য এক জয় এনে দেওয়ার খুব কাছে নিয়ে গিয়েছিলেন আব্বাস।ব্যাটিংয়ে ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান জো রুট ও হ্যারি ব্রুকই আছেন প্রথম ও দ্বিতীয় স্থানে। তিনে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। মেলবোর্নে দুই ইনিংসে ৮০ ছাড়ানো ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল এক ধাপ এগিয়ে উঠেছেন চারে। জয়সওয়ালকে জায়গা করে দিয়ে পাঁচে নেমে গিয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তিন ধাপ এগিয়ে পাকিস্তানের সৌদ শাকিল উঠেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ ছয় নম্বরে। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও তিন ধাপ এগিয়েছেন, উঠেছেন সাতে।অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স এগিয়েছেন অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও। চার ধাপ এগোনো কামিন্স এখন টেস্টে তৃতীয় সেরা অলরাউন্ডার। তাঁর ওপরে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (২য়) ও ভারতের রবীন্দ্র জাদেজা (১ম)।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version