Monday, August 25, 2025

নতুন বছরের শুরু সবসময়ই নতুন আশার সঞ্চার করে। সেই আশার বার্তা দিয়ে নতুন বছরের সকালে শুভেচ্ছা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তিনি জানান, ২০২৫-কে স্বাগত জানাতে আসুন আমরা আশা ও প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যাই। প্রতিটা নতুন বছর একটা নতুন শুরুর সুযোগ তৈরি করে দেয়, এমন একটি পথের নকশা এনে দেয় যা সাহসিকতা, সহানুভূতি এবং উদ্দেশ্য দ্বারা পরিচালিত।

কেমন প্রত্যাশা নিয়ে নতুন বছরে এগিয়ে যাওয়ার কথা ভাবব আমরা, তা সুন্দরভাবে তুলে ধরেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, আসুন নতুন বছরে আমরা প্রতিকূলতাকে জয় করি, সৌহার্দ্য ছড়িয়ে দিই এবং হাতে হাত রেখে সকলের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। আশা রাখি আমরা একতাতেই শক্তি খুঁজে পাব, হৃদয়ে করুণা অনুভব করব এবং প্রত্যেক পরীক্ষার মুখে স্বাভাবিক প্রাণোচ্ছ্বলতা আসবে।

নতুন বছরের শুরুতে প্রত্যেক ব্যক্তি থেকে গোটা রাজ্যের মানুষের জন্য অভিষেকের প্রার্থনা, এক অর্থবহ উন্নয়ন (meaningful progress), সকলের আনন্দ এবং অফুরন্ত সুযোগের এক নতুন বর্ষের প্রতি।

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version