Tuesday, November 4, 2025

মালদহ কাউন্সিলর খুনের চক্রান্তকারীদের চরম শাস্তি দাবি ফিরহাদের, গ্রেফতার ২

Date:

কলকাতা শহরের বুকে এড়ানো গিয়েছিল। তবে চক্রান্তকারীদের চক্রান্ত প্রাণ কেড়ে নিল মালদহের তৃণমূল কাউন্সিলরের (TMC councilor)। কীভাবে এত বড় চক্রান্ত সম্ভব হল, কেন জেলার পুলিশ ব্যর্থ হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কাউন্সিলর দুলাল সরকারের খুনের পরে চক্রান্তকারীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার পুরসভা (Englishbajar municipality) এলাকার ঝলঝলিয়ার কাছে নিজের কারখানার বাইরেই গুলিবিদ্ধ হন কাউন্সিলর দুলাল সরকার। তিন দুষ্কৃতী তার উপর হামলা চালায় বলে অভিযোগ। এরপরই পরিবারের সঙ্গে দেখা করতে মালদহ যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মালদহে হাসপাতালে পরিবারের সঙ্গে সাক্ষাতের পরে ফিরহাদের দাবি, তদন্ত করে যে দোষী, যেই হোক তাকে গ্রেফতার করতে হবে। এবং দৃষ্টান্তমূলক সাজা যেন হয়, এবং তাতে যেন কোনও গাফিলতি না থাকে।

সেই সঙ্গে ফিরহাদের সংযোজন, এই ঘটনার পিছনে প্ল্যানিং (planning) কারা করেছে বের করতে হবে। একটি ছেলে যে সব সময় হাসে, মিষ্টভাষী, কোনও শত্রু নেই তাকে হঠাৎ করে খুন করে গেল কী করে। যেই করে থাকুক, এত সহজে দুলাল সরকারের প্রাণ যাবে সেটা মেনে নেওয়া যাবে না।

এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনও (Sabina Yasmin) ফিরহাদ হাকিমের সঙ্গে যান পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে। তিনি জানান, দুলাল সরকার (Dulal Sarkar) ১৯৯৮ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করছেন। তাঁকে হারানো মানে অভিভাবক হারানো। আমরা চাই উচ্চপর্যায়ের তদন্ত করে অপরাধীকে বের করতে হবে। যত কড়া শাস্তি সম্ভব দিতে হবে।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। একজন বিহারের ও একজন ইংরেজবাজারেরই বাসিন্দা বলে জানান যায়। তবে খুনে তাদের ভূমিকা কী তা স্পষ্ট করা হয়নি পুলিশের পক্ষ থেকে। এদিন পরিবারের সঙ্গে সাক্ষাতের পরে ফিরহাদ হাকিম জানান, দুজনকে গ্রেফতারের খবর জানিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। গ্রেফতার দুই যুবকের নাম সামি আখতার ও টিঙ্কু ঘোষ। এর মধ্যে সামি বিহারের বাসিন্দা। ঘটনায় ব্যবহার করা বাইকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।

Related articles

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়...

নাম নেই বিশ্বকাপজয়ী অধিনায়কের, আইসিসির সেরা একাদশে স্থান পেলেন কারা?

মহিলাদের বিশ্বকাপে (Women World Cup) আইসিসির (ICC) সেরা একাদশে স্থান পেলেন তিন ভারতীয়। যদিও নাম  নেই বিশ্বকাপজয়ী অধিনায়ক...

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...
Exit mobile version