Tuesday, August 26, 2025

প্রাথমিকে সেমিস্টার নয় ব্রাত্যকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, সিদ্ধান্ত হবে সমন্বয়ের মাধ্যমে

Date:

আলোচনা ছাড়া সিদ্ধান্ত কেন, প্রাথমিকে সেমিস্টার পদ্ধতির বিজ্ঞপ্তি নিয়ে নবান্নের প্রশাসনিক বৈঠকে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৭ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকের পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু হবে। পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছিলেন, সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকেই তৈরি করা হবে। আর সেই কারণেই এহেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, গোটা বিষয়টা তিনি সংবাদমাধ্যম সূত্রে জানতে পেরেছেন। কেন আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হল সেই প্রশ্নও তোলেন মমতা। শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন কোনওভাবেই প্রাথমিকে সেমিস্টার চালু হবে না। এই ঘোষণা বাতিল করতে হবে।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী ব্রাত্য বসুকে বলেন, “তোমাকে পরিষ্কার করে বলছি, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে আলোচনা করে নেবে। তোমরা কয়েকজন মিলে নিজেদের মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, অথচ আমি জানতেও পারলাম না! এটা হবে না, এখনই ওই সিদ্ধান্ত বাতিল করো।” শিক্ষামন্ত্রী জানান, এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এরপর মমতা বলেন, সাংবাদিক বৈঠক হয়ে গেছে, সংবাদমাধ্যমে তা প্রকাশিতও হয়েছে। পাবলিক আগে থেকেই জেনে গেল। যা মেসেজ যাওয়ার চলে গেছে। কিন্তু এটা হবে না। তিনি বলেন, চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে কিছু একটা বলে দিলেই সেটা কার্যকরী হবে এই নিয়ম চলবে না। কলেজের নিয়ম স্কুলে চলবে না। মমতার কথায় স্কুল সংক্রান্ত কোনও পলিসির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে প্রেসকে জানানোর আগে তাঁকে জানাতে হবে। সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্তের কথাও বলেন তিনি। পাশাপাশি খবরের সত্যতা যাচাই না করে তা প্রকাশ করা নিয়ে সংবাদমাধ্যমকেও একহাত নেন মমতা।

_

_

_

_

_

_

_

_

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version