বৃহস্পতিবার ফের দাম বেড়ে গেল সোনালি ধাতুর। দেখে নিন ১ গ্রামের দাম কত হল কলকাতায় ৷ বিশেষজ্ঞদের মতে ২০২৫-এ বিপুল বাড়তে চলেছে সোনার দাম ৷ সামনেই ফের শুরু হতে চলেছে বিয়ের মরশুম ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই সোনার চাহিদা থাকবে তুঙ্গে ৷

বৃহস্পতিবার দাম বেড়েছে সোনার ৷ অনেকেই মনে করছেন সোনা কিনে রাখার এটাই সেরা সময় ৷ আপনার যদি সোনা কেনার পরিকল্পনা থাকে দোকানে যাওয়ার আগে অবশ্যই সোনা রুপোর লেটেস্ট দাম চেক করে নিন ৷ এদিন কলকাতায় ১ ভরি সোনা কিনতে কত কম খরচ হবে জেনে নিন ৷
জানুয়ারি থেকে ফের শুরু হতে চলেছে বিয়ের মরশুম ৷ বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে। সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ২ জানুয়ারি কত হল সোনালি ধাতুর দাম দেখে নিন ৷ এদিন ২২ ক্যারেট সোনার দাম বেড়ে ৭২৭০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম বেড়ে ৫৯৭০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৮৭৩৩১ টাকা হয়েছে ৷ উপরে দেওয়া দামের উপর আরও ৩ শতাংশ জিএসটি যোগ করতে হবে ৷

গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷

–

–

–

–

–

–

–
