Wednesday, May 7, 2025

পঁচিশের বক্সঅফিসে টলি অভিনেত্রীদের দাপট, নায়কদের মানরক্ষায় ‘রঘু ডাকাত’

Date:

২০২৫ সাল জুড়ে বাংলা সিনেমা মুক্তির অপেক্ষায়। চলতি বছর শুরুতেই বক্স অফিস কাঁপাতে নটী বিনোদিনীর আগমন হতে চলেছে। ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান‘। চোখধাঁধানো স্টারকাস্টের মাঝে বাংলা নাট্যজগতের উপেক্ষিত নায়িকার আখ্যান এই ছবিটা অন্যতম আকর্ষণ। থিয়েটারদুনিয়ার কিংবদন্তীর লুকে চমকে দিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র(Rukmini Maitra)। প্রথম ঝলকেই বুঝিয়েছেন এবছরটা অভিনেত্রীদের বছর হতে চলেছে বাংলা বিনো দুনিয়ায়।

প্রতিবছর বিশেষ বিশেষ কিছু নায়ক নায়িকা বা বিশিষ্ট পরিচালকদের দিকে নজর থাকে। এবারেও ব্যতিক্রম নয়। ‘বহুরূপী’র অসাধারণ সাফল্যের পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় -নন্দিতা রায় জুটি ২০২৫ সালের গ্রীষ্মকালীন স্লটে ফিরছেন নিয়ে আসছেন ‘আমার বস‘। ফের একবার পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনেতা শিবুর দেখা মিলবে। তবে অন্যতম বড় পাওনা দু দশক বাদে রাখি গুলজারের বাংলা ছবিতে প্রত্যাবর্তন। মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে আসছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ছবির নাম ‘পুরাতন ‘।বিদেশের মাটিতে প্রশংসা পাওয়ার পর এবার বাংলার মুক্তির পালা সুমন ঘোষের (Suman Ghosh)ছবির। এই বছর আরেকটি যে ছবির দিকে নজর থাকবে, সেটি হল ‘স্বার্থপর‘। বহু বছর পর একছবিতে বাবা-মেয়ে রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক (Koel Mallick)। কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেট্টি দিয়ে প্রি টিজারে ‘দেবী চৌধুরানী‘ অবতারে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নজর থাকবে তাঁর অভিনয়ের দিকেও।

তবে অভিনেত্রীদের দাপটের মাঝে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই‘ একসঙ্গে এক ঝাঁক অভিনেতা যেমন কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অর্জুন চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়দের কথা তুলে ধরতে আসছে জানুয়ারি মাসেই। আর এ বছরের পুজোর বক্স অফিস কাঁপাতে তৈরি হচ্ছেন ‘রঘু ডাকাত’রূপী দেব (Dev)। খাদানের সাফল্যের পর টলিউডের বাণিজ্যিক ছবির ‘প্রধান’ মুখ এখন যে তিনিই।

_

_

_

_

_

_

_

 

Related articles

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...
Exit mobile version