Monday, August 25, 2025

বাদের তালিকা পেয়েছি, নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত: জানালেন ব্রাত্য

Date:

তৃণমূলের মঞ্চে প্রতিবাদী-শিল্পীরা অনুষ্ঠান করতে পারবেন কি না- তা নিয়ে কুণাল ঘোষের (Kunal Ghosh) পরে মুখ খুললেন ব্রাত্য বসুও (Bratya Basu)। তিনি জানালেন, দলের তরফ থেকে তিনি বাদের তালিকা পেয়েছেন। তবে, সরাসরি নিজের মত না জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বলেন, দলনেত্রীর মতই চূড়ান্ত।

বৃহস্পতিবার, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, “যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতাও রয়েছে। এটাকে সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেননি।” এর প্রেক্ষিতে শুক্রবার, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, কোন শিল্পীদের কোনও অনুষ্ঠানে ডাকা যাবে না তার তালিকা দিয়ে তৃণমূলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশিকা আকারে দেওয়া হয়েছে৷ কুণালের কথায়, “উত্তর কলকাতার যুব তৃণমূলের হোয়টসঅ্যাপ গ্রুপে সার্কুলার নেই? ব্রাত্য বসুকে জিজ্ঞেস করুন না এ রকম কোনও সার্কুলার দলের পক্ষ থেকে তিনি পেয়েছেন কি না?”

এই সম্পর্কে ব্রাত্য বসুকে (Bratya Basu) প্রশ্ন করা হলে তিনি জানান, কুণাল যে তালিকার কথা বলছেন, তিনি সেটা পেয়েছেন। এর পরেই শিল্পীর স্বাধীনতা বিষয় নিয়ে ব্রাত্য জানান, “যাঁরা দিনের পর দিন সরকারের নামে বলল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলল, এখন সরকারি শো তাঁরা করবেন কি করবেন না, তাঁদের অবস্থানই বা কী তা জানতে হবে? ওই সময় পুরস্কার প্রত্যাখ্যান করা হয়েছে। এর মানে কি পুরস্কারের সঙ্গে অর্থমূল্য ফিরিয়ে দিয়েছেন? একজনকে অন্তত পাসবই খুলে দেখাতে বলুন। পুরস্কার ফিরিয়েছেন তাঁর প্রমাণ দেখান।”

তবে, রাজ্যের শিক্ষামন্ত্রীর কথায়, অভিষেক পদমর্যাদায় তাঁর থেকে উপরে, কুণাল ঘোষও পদে আছেন। তাঁরা কে ঠিক বলছেন, কে ভুল বলছেন, সে বিষয় মন্তব্য না করতে চেয়ে ব্রাত্যর বলেন, তৃণমূল সুপ্রিমোর মতই তাঁর মত। দলনেত্রীর মতই চূড়ান্ত

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version