লড়াকু ফুটবল মহামেডানের, নর্থইস্টের সঙ্গে গোলশূন্য ড্র সাদা-কালো ব্রিগেডের

নতুন বছরের শুরুতেই দাপুটে ফুটবল খেলল মহামেডান স্পোর্টিং ক্লাব। বছরের প্রথম ম্যাচে ছন্দে থাকা শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে তাদের মাঠে রুখে দিয়ে পয়েন্ট ঘরে তুলল সাদা-কালো ব্রিগেড। লড়াকু ফুটবল খেলে গুয়াহাটিতে ম্যাচ গোলশূন্য ড্র রাখল আন্দ্রে চেরনিশভের দল। ফরাসি সেন্টার ব্যাক ফ্লোরেন্ট ওগিয়েরের নেতৃত্বে দুর্দান্ত খেলল মহামেডান রক্ষণ। ম্যাচের সেরাও হলেন তিনি। ঘরের মাঠে ওড়িশা এফসি-র সঙ্গে ড্র করার শুক্রবার নর্থইস্টের বিরুদ্ধেও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মহামেডান। তাতে অবশ্য লিগ টেবলে তাদের অবস্থান বদলায়নি। ১৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সবার শেষে ১৩ নম্বরেই সাদা-কালো ব্রিগেড।

এদিন মহামেডানের প্রথম একাদশে ছিলেন না কার্লোস ফ্রাঙ্কা। সেখানে আপফ্রন্টে ভারতীয় অ্যাডিসন সিংয়ের উপর ভরসা রেখেছিলেন চেরনিশভ। কার্ড সমস্যায় ছিলেন না মিরজালোল কাসিমভ। চোটের কারণে ছিলেন না আরও একাধিক ফুটবলার। তাতেও হার-না-মানা লড়াই মহামেডানের। আলাদিন আজারেইদের আটকাতে বেশিরভাগ সময় রক্ষণ সামলাতে হল দলের প্রায় সব ফুটবলারকেই। একাধিক গোলের সুযোগও চলে এসেছিল আজারেইদের কাছে। কিন্তু ফ্লোরেন্টের নেতৃত্বে চোয়ালচাপা পড়াই করে সাদা-কালো রক্ষণ। মহামেডান গোলকিপার পদম ছেত্রীও বারবার পরিত্রাতা হয়ে ওঠেন।

তবু প্রথমার্ধের শেষ দিকে ফানাই সহজ সুযোগ নষ্ট না করলে এগিয়ে যেতে পারত মহামেডান। আবার দ্বিতীয়ার্ধে জোড়া সুযোগ পেয়ে যান নর্থইস্টের পার্থিব গোগোই। শেষ ১০ মিনিট প্রবল চাপে ছিল মহামেডান রক্ষণ। শেষ পর্যন্ত ম্যাচ ড্র রাখতে সক্ষম চেরনিশভের দল। কাসিমভ, মানজোকি, আদিঙ্গাদের ছাড়াই অ্যাওয়ে ম্যাচে এই ড্র লিগের পরের ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে মহামেডান ফুটবলারদের।

আরও পড়ুন- তৃণমূল স্তরে উন্নতি, ওয়াইএসসিই ও মার্লিন গ্রুপের উদ্যোগে বিশেষ অনুশীলন ক্রিকেটারদের