Thursday, August 28, 2025

মালদহের হাসপাতাল থেকে বাড়িতে দুলালের দেহ, তৃণমূল কাউন্সিলর খুনে বাড়ছে গ্রেফতারি 

Date:

মালদহের (Maldah) ইংরেজবাজারে বৃহস্পতিবার সকালে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল সহ-সভাপতি দুলাল সরকার (Dulal Sarkar) ওরফে বাবলা। ২ জানুয়ারির এই ঘটনায় রাতের মধ্যেই দুজনকে গ্রেফতার করেছিল মালদহ জেলা পুলিশ (Maldah District Police)। সকালের মধ্যে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Chowdhury)। এদিন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (Maldah Medical College and Hospital) থেকে দুলালের দেহ তাঁর মহানন্দাপল্লীর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় শোকের ছায়া। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তৃণমূল (TMC) নেতাদের পাশাপাশি স্থানীয় মানুষও ভিড় জমিয়েছেন। চোখের জলে স্বামীকে বিদায় জানান চৈতালি সরকার, ছিলেন অভিনব সরকার (দুলালের ছেলে) ও পরিবারের অন্যান্য সদস্যরা।ওয়ার্ড অফিসেও মরদেহ রাখা হয়।সেখানে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেন ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ। শুক্রবার দুপুরে কাউন্সিলরের শেষকৃত্য হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

প্রিয় নেতার শেষ বিদায়ে শুক্রবার সকাল থেকেই মালদহের কানির মোড় থেকে মহানন্দাপল্লী, গয়েশপুর,ঝলঝলিয়া এলাকা যেন অলিখিতভাবে বনধের রূপ নিয়েছে।প্রত্যেকের দাবি একটাই অভিযুক্তদের কঠোর শাস্তি চাই। এদিন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ১০ লক্ষ টাকার সুপারি দিয়ে ভাড়াটে খুনিদের সঙ্গে ডিল করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। পুরপ্রধান আরও বলেন যে মোট ছজন ছিল, যার মধ্যে একজন পালিয়ে গেছে। বৃহস্পতিবারই মহম্মদ সামি আখতার নামের বিহারের কাটিহারের এক বাসিন্দা এবং ইংরেজবাজারের গাবগাছি অঞ্চলের টিঙ্কু ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। আরও এই নিয়ে এখনও পর্যন্ত মোট গ্রেফতারির সংখ্যা ৭।

 

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version