Friday, May 23, 2025

ছাব্বিশে অন্তত ২৫০ আসন নিয়ে ফিরবে তৃণমূল, আত্মবিশ্বাসী কুণাল

Date:

Share post:

২০২৬ সালে অন্তত আড়াইশো আসন নিয়ে বাংলায় ফিরবে তৃণমূল। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আমার, আপনার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কেশপুরের মাটিতে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এই কথা বলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ২০০১ সালে বাম জমানায় কেশপুরের মাটিতে সিপিএমের হার্মাদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভয়ঙ্কর হামলা চালিয়েছিল। সেই ইতিহাসের বর্ষপূর্তিতে প্রতিবছর এই দিন কেশপুরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এদিনের সভার অন্যতম বক্তা ছিলেন কুণাল ঘোষ। ২০০১-এর সেই ইতিহাস এদিন আরও একবার মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সেটা ছিল বাম জমানা। ২০০১ সাল। কেশপুর জুড়ে চলছিল সিপিএমের ভয়ঙ্কর সন্ত্রাস। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন কেশপুরে। ফিরে যাওয়ার সময় তাঁর ওপর ভয়ঙ্করতম কুৎসিত আক্রমণ করে সিপিএমের হার্মাদরা। প্রায় দুশো গাড়ি ভাঙচুর করা হয়। বহু মানুষ আহত হন। মহিলারও জখম হন। মহিলাদের কানের দুল টেনে ছিঁড়ে নেওয়া হয়েছিল। এরপরও মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা এগোনোর চেষ্টা করেন। এর মধ্যে ফের হামলা। আরও কিছু মানুষ জখম হলেন। সেই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি ছেড়ে কয়েক কিলোমিটার পথ হেঁটে যান। হেঁটে যাওয়ার সময় তাঁর পায়ে চোট লাগে। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। চিকিৎসা করিয়ে তারপর তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়।

২০০১ সালের সেই ঘটনার প্রতিবাদে গত তেইশ বছর ধরে কেশপুরের তৃণমূল নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে আসছেন। এজন্য কেশপুরের বিধায়ক শিউলি সাহা থেকে শুরু করে এলাকার লড়াকু নেতৃত্বকে আমি স্যালুট জানাচ্ছি। লড়াই এই মাটির সঙ্গে মিশে রয়েছে।
একদা সন্ত্রাসের মাটিতে দাঁড়িয়ে কুণাল এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, তখন আমরা ছিলাম বিরোধী। এখন আমরা রাজ্য শাসন করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬০-৭০টা জনমুখী প্রকল্প। কন্যাশ্রী, সবুজসাথী, লক্ষ্মীর ভাণ্ডার। এটাই হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। যেখানে সন্ত্রাস নয়, ভেদাভেদ নয়— হাতিয়ার হল উন্নয়ন। আমাদের একজনই নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একটাই দল, সেটা তৃণমূল কংগ্রেস।

তিনি বলেন, বিজেপি-সহ অনেকে বড় বড় কথা বলছে, কিন্তু আপনারা জেনে রাখুন ছাব্বিশে অন্তত আড়াইশো আসন নিয়ে রাজ্যে ফিরবে তৃণমূল কংগ্রেস। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আমাদের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল ছাড়াও সভায় বক্তব্য রাখেন মন্ত্রী শিউলি সাহা-সহ জেলা ও স্থানীয় নেতৃত্ব।

spot_img

Related articles

নিরাপত্তা নিয়ে পড়াশোনার নয়া কোর্স

জাতীয় নিরাপত্তা নিয়ে পড়াশোনার প্রতি ঝোঁক ক্রমশ বাড়ছে নতুন প্রজন্মের। চালু হয়েছে এই বিষয়ে একাধিক ডিপ্লোমা ও ডিগ্রি...

চরম অমানবিকতা পাকিস্তানের! অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগো বিমানের ২২০ যাত্রীর প্রাণ

আবারও অমানবিকতার পরিচয় দিল পাকিস্তান। প্রবল ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পড়া এক যাত্রীবাহী বিমান পাকিস্তানের আকাশসীমা সাময়িকভাবে ব্যবহার...

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...