Monday, November 3, 2025

কেরালায় ২ কংগ্রেস নেতা খুনে যাবজ্জীবন CPIM বিধায়ক-সহ ১০জনের, জেল-জরিমানা আরও ৪ বামনেতার

Date:

বাম জমানায় বাংলায় একের পর এক হত্যাকাণ্ডে নাম জড়ানোর পরেও ছাড় পেয়ে যান CPIM-এর বহু নেতা। কিন্তু বামশাসিত কেরালায় (Kerala) আর মুক্তি হল না। কংগ্রেসের (Congress) ২ যুবনেতাকে খুনে ৫ বছরের কারাবাস হল প্রাক্তন সিপিএম বিধায়ক কেভি কুনহীরামন-সহ মোট ৪ জনের। সঙ্গে জরিমানাও। ওই মামলাতেই আরও সিপিএম বিধায়ক-সহ ১০ নেতার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বাংলায় আনন্দমার্গীর সন্ন্যাসীদের হত্যাকাণ্ড থেকে শুরু করে নেতাই নন্দীগ্রামের গণহত্যায় সিপিএম নেতা-নেত্রীরা পার পেয়ে গেলেও কেরালার পেরিয়া গণহত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হল CPIM বিধায়ক-সহ ১০ জনের। বাংলায় দোস্তি, কেরালায় কুস্তি- সিপিএম-কংগ্রেসের মধ্যে সম্পর্কের এই দ্বিচারিতা বারবার প্রমাণিত। ২০১৯-এর ১৭ ফেব্রুয়ারি। পেরিয়ায় সিপিএম এবং কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক গণ্ডগোল বাঁধে। তর্কাতর্কি থেকে হাতাহাতি, পরে সেটাই রূপ নেয় সংঘর্ষের। নৃশংসভাবে খুন করা হয় কংগ্রেসের ২ যুবনেতা কৃপেশ এবং শরথলালকে। তদন্তে নামে CBI। ঘটনায় গ্রেফতার করা হয় ২৪ জনকে। ধৃতদের অধিকাংশই সিপিএম নেতা। যাঁর মধ্যে ছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক কেভি কুনহীরামন এবং কানহানগড় ব্লকের পঞ্চায়েত প্রধান মনিকান্দন। চার্জশিট দেওয়া হয় ২৪ জনের বিরুদ্ধেই।

সাক্ষ্যগ্রহণ, সওয়াল-জবাব সহ বিচারপ্রক্রিয়া চলে ৫ বছর ধরে। তবে ২৪ জনের মধ্যে মামলা চলার সময়ই ১০ জনকে বেকসুর খালাস করে দেয় আদালত। কংগ্রেসের ২ যুবনেতাকে খুনের ঘটনায় ধৃতদের প্রভাব খাটিয়ে পুলিশ হেফাজত থেকে বের করে আনার অভিযোগও ছিল প্রাক্তন সিপিএম বিধায়কের বিরুদ্ধে। ২৮ ডিসেম্বর ১৪ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। খুন, প্রমাণ লোপাট ও ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় ১০ জনকে দোষী সাব্যস্ত করা হয়। তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তালিকায় আছেন টি রণজিৎ ও এ সুরেন্দ্রন। যাবজ্জীবন কারাদণ্ডরে পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের জন্য তাঁদের ২ লক্ষ টাকা জরিমানাও করা হয়। এর সঙ্গে সিপিএমের প্রাক্তন বিধায়ক কেডি কুনহীরামন-সহ ৪ সিপিএম নেতাকে ৫ বছরের সাজা ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version