অনলাইনে অ্যাম্বুল্যান্স পরিষেবা! চালু পরীক্ষামূলকভাবে

0
1

অনলাইন শপিংকেই এখন বেশি আপন করে নিয়েছেন নেটিজেনরা। আর ই-কমার্স সংস্থার হাত ধরে শুধু জামা-কাপড়-প্রসাধনী নয়, ঘরের দরজায় পৌঁছে যাচ্ছে মাছ-মাংস থেকে মুদিখানার সামগ্রীও। তা বলে অনলাইনে অ্যাম্বুল্যান্স পরিষেবা! তাও আবার কোনও অ্যাপ ক্যাব সংস্থা নয়, এই পরিষেবা নিয়ে এলো দুয়ারে চাল-ডাল পৌঁছে দেওয়া ই-কমার্স সংস্থা ব্লিঙ্কইট (Blinkit)। ফোন করলেন ১০ মিনিটেই বাড়ির সামনে হাজির হবে অ্যাম্বুল্যান্স (Ambulance)।
আরও খবর: চলন্ত বাসে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, আটক ২

শহর ও শহরতলির বাসিন্দারা কমবেশি সকলেই পরিচিত অ্যাপ ক্যাবের সঙ্গে। কিন্তু সেই পরিষেবায় অ্যাম্বুল্যান্স মেলে না। ফলে অনেক ক্ষেত্রে রোগীকে হাসপাতালে পৌঁছতে দিতে অনেক সময়ই নাজেহাল হতে হয় পরিবারকে। সেই সমস্যাকে মাথায় রেখেই অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়ে এলো Blinkit। অ্যাপে বুকিংয়ের ১০ মিনিটের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে অ্যাম্বুল্যান্স। আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা গুরুগ্রামে চালু হয়েছে। সাফল্য মিললে সারাদেশেই এটি চালু করা হবে বলে জানিয়েছে Blinkit। সংস্থার তরফে আলবিন্দার ধিন্দসা জানান, সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত। অ্যাম্বুল্যান্সে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীও থাকবেন বলে জানান তিনি।

Blinkit-এ কীভাবে অ্যাম্বুল্যান্স বুক করা যাবে?
Blinkit-এ প্রিন্ট অপশনের পাশেই অ্যাম্বুল্যান্সের চিহ্ন থাকবে। অ্যাপেই দেখা যাবে কটি অ্যাম্বুল্যান্স উপলব্ধ রয়েছে। যেভাবে জিনিসপত্র অর্ডার করা যায় সেভাবেই সরাসরি বুক করা যাবে অ্যাম্বুল্যান্সও। এখন সারাদেশে কবে থেকে পরিষেবা চালু হয়, সেদিকেই তাকিয়ে নেটিজেনরা।