Wednesday, December 10, 2025

সীমান্ত পেরিয়ে সোজা দিল্লি! ১২ অবৈধ বাংলাদেশী নাগরিক গ্রেফতার

Date:

Share post:

সীমান্ত রক্ষায় অমিত শাহর বিএসএফ (BSF) কতটা ব্যর্থ তা বারবার সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে সাম্প্রতিককালের অনুপ্রবেশের (infiltration) ঘটনায় প্রমাণিত হয়েছে। এবার খোদ রাজধানীতে গ্রেফতার অবৈধ বাংলাদেশী নাগরিক। এর থেকে প্রমাণিত শুধুমাত্র সীমান্ত রক্ষা নয়, গোটা দেশের গোয়েন্দা নিয়ন্ত্রণেও কতটা ব্যর্থ অমিত শাহর (Amit Shah) দফতর। বিএসএফের ব্যর্থতা নিয়ে ফের তোপ তৃণমূলের।

সম্প্রতি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ধরা পড়ার ঘটনায় সচেতন হয়েছে দিল্লি পুলিশ (Delhi Police)। শুরু হয়েছে জোর তল্লাশি। কীভাবে দিল্লি পর্যন্ত অবৈধভাবে অনুপ্রবেশকারীরা (illegal immigrants) ঢুকে পড়ছে তার প্রমাণ মেলে এই তল্লাশিতে। উত্তম নগর মেট্রো স্টেশন (Uttam Nagar Metro) থেকে একসঙ্গে পাঁচ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয় যাদের ভারতে থাকা বা প্রবেশের বৈধ কাগজপত্র ছিল না।

এছাড়াও বিভিন্ন বস্তি এলাকাতেও তল্লাশি চালিয়ে ৫ জন বাংলাদেশীকে আটক করা হয় যাদের ভিসার (Visa) মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে বৈধ কাগজ না থাকায় মোট ১২ জনকে গ্রেফতার করা হয় রাজধানী শহর থেকে।

এর আগে ত্রিপুরা (Tripura) অসমের (Assam) মতো ডবল ইঞ্জিন রাজ্য থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতারির পরে এবার দিল্লি (Delhi)। স্বাভাবিকভাবে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, বিএসএফ অমিত শাহের দফতর। কিছুদিন আগে গায়ের জোরে আইন সংশোধন করে সীমানা থেকে ৫০ কিমি নিজেদের এলাকা বাড়ায়। আসল সীমানাই তারা পাহারা দিতে পারছে না। অথচ এটা তখন কিছুই বলা হয়নি। সীমানা তো বাড়ানো হয়েছে। কিন্তু বিএসএফ (BSF) নিজেদের কাজই করতে ব্যর্থ।

spot_img

Related articles

চাপে পড়েছে বিজেপি! সংসদে এবার গালাগালি অমিত শাহর

সত্যি কথা গায়ে বাজে। কেন্দ্রের বিজেপি সরকারের এখন এমনই অবস্থা। গোটা দেশে নোটবন্দি, দেশাত্মবোধের জিগির সব উপায়ে নির্বাচন...

বাসে চড়ে গানের আড্ডা, মিউজিকাল চমক লাগলো ‘ঠিক সন্ধ্যে নামার আগে’ 

গঙ্গাবক্ষে ট্রেলার লঞ্চের পর এবার চলন্ত বাসে মিউজিক লঞ্চ হল কৌস্তভ চক্রবর্তী (Kaustav Chakraborty) পরিচালিত 'ঠিক সন্ধ্যে নামার...

বড়সড় পরীক্ষার সামনে নির্বাচন কমিশন, কলকাতায় নো-ম্যাপিং বেড়ে সর্বোচ্চ 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) পর্যবেক্ষণে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য—২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের মিল না-থাকা...

ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর! প্রতিবাদ পরমব্রতর

৭ ডিসেম্বর কলকাতা ময়দানে গীতাপাঠের দিন, দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সরগরম সেলিব্রিটি মহলও।...