Wednesday, August 20, 2025

সীমান্ত পেরিয়ে সোজা দিল্লি! ১২ অবৈধ বাংলাদেশী নাগরিক গ্রেফতার

Date:

Share post:

সীমান্ত রক্ষায় অমিত শাহর বিএসএফ (BSF) কতটা ব্যর্থ তা বারবার সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে সাম্প্রতিককালের অনুপ্রবেশের (infiltration) ঘটনায় প্রমাণিত হয়েছে। এবার খোদ রাজধানীতে গ্রেফতার অবৈধ বাংলাদেশী নাগরিক। এর থেকে প্রমাণিত শুধুমাত্র সীমান্ত রক্ষা নয়, গোটা দেশের গোয়েন্দা নিয়ন্ত্রণেও কতটা ব্যর্থ অমিত শাহর (Amit Shah) দফতর। বিএসএফের ব্যর্থতা নিয়ে ফের তোপ তৃণমূলের।

সম্প্রতি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ধরা পড়ার ঘটনায় সচেতন হয়েছে দিল্লি পুলিশ (Delhi Police)। শুরু হয়েছে জোর তল্লাশি। কীভাবে দিল্লি পর্যন্ত অবৈধভাবে অনুপ্রবেশকারীরা (illegal immigrants) ঢুকে পড়ছে তার প্রমাণ মেলে এই তল্লাশিতে। উত্তম নগর মেট্রো স্টেশন (Uttam Nagar Metro) থেকে একসঙ্গে পাঁচ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয় যাদের ভারতে থাকা বা প্রবেশের বৈধ কাগজপত্র ছিল না।

এছাড়াও বিভিন্ন বস্তি এলাকাতেও তল্লাশি চালিয়ে ৫ জন বাংলাদেশীকে আটক করা হয় যাদের ভিসার (Visa) মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে বৈধ কাগজ না থাকায় মোট ১২ জনকে গ্রেফতার করা হয় রাজধানী শহর থেকে।

এর আগে ত্রিপুরা (Tripura) অসমের (Assam) মতো ডবল ইঞ্জিন রাজ্য থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতারির পরে এবার দিল্লি (Delhi)। স্বাভাবিকভাবে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, বিএসএফ অমিত শাহের দফতর। কিছুদিন আগে গায়ের জোরে আইন সংশোধন করে সীমানা থেকে ৫০ কিমি নিজেদের এলাকা বাড়ায়। আসল সীমানাই তারা পাহারা দিতে পারছে না। অথচ এটা তখন কিছুই বলা হয়নি। সীমানা তো বাড়ানো হয়েছে। কিন্তু বিএসএফ (BSF) নিজেদের কাজই করতে ব্যর্থ।

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...