Saturday, May 3, 2025

সিডনি টেস্ট চলাকালীন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অজি কোচ, কী বললেন তিনি ?

Date:

সিডনিতে চলছে বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে বল হাতে দাপট দেখিয়েছেন ভারতীয় বোলাররা। যার ফলে মাত্র ১৮১ গুটিয়ে যায় অজিদের প্রথম ইনিংস। আর এরপরই উলটো খেলা শুরু করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট চলাকালীনই অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অভিযোগ করলেন, স্যাম কনস্টাসকে মাঠে ভয় দেখানোর চেষ্টা করছে ভারতীয়রা। তাঁর অভিযোগ, বিশেষ করে প্রথম দিনের শেষে বুমরাহ যেভাবে খোয়াজাকে আউট করার পর কনস্টাসের দিকে তেড়ে গিয়েছেন, সেটা একেবারেই পছন্দ হয়নি তাঁর।

এই অজি কোচ বলেন, “যেভাবে ভারত খোয়াজার উইকেটটা পাওয়ার পর উচ্ছ্বাস করল, সেটা ভীতির সঞ্চার করার মতো। ভারতীয়রা কিশোর কনস্টাসকে ভয় দেখানোর চেষ্টা করছে। ম্যাচ শেষে আমি ওঁর সঙ্গে কথা বলেছি। জানতে চেয়েছি, সব ঠিক আছে কিনা।” অজি কোচ মেনে নিচ্ছেন, ভারতীয় ক্রিকেটাররা যা করেছে সেটা হয়তো নিয়ম বহির্ভূত নয়। কিন্তু ওভাবে নন স্ট্রাইকারকে ভয় দেখানোটা ঠিক নয়। ম্যাকডোনাল্ডের কথায়, আমাদেরই এই ক্রিকেটারদের যত্ন নিতে হবে।

শুক্রবার সিডনি টেস্টের প্রথম দিনও বুমরাহকে উত্যক্ত করার চেষ্টা করেন স্যাম। পালটা খোয়াজার উইকেট পাওয়ার পর ওই কিশোর ব্যাটারের দিকে আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে যান ভারত অধিনায়ক। আবার শনিবারও যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলিরা স্লেজ করেছেন কিশোর কনস্টাসকে। তাই নিয়েই আপত্তি অজি কোচের।

আরও পড়ুন- সিডনিতে খেলতে নেমে একাধিক রেকর্ড পন্থের, ভেঙে দিয়েছেন ৫০ বছর পুরনো নজির

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version