বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া, পঞ্চম টেস্ট হেরে হতাশ বুমরাহ

ম্যাচ শেষে তিনি বলেন, “ খুব হতাশ লাগছে। কিন্তু কখনও কখনও শরীরের কথা ভাবতেই হয়।

বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া ভারতের। দীর্ঘ ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হল ভারতের। মুলুত ব্যাটিং ব্যর্থতার কারণেই হারের মুখ দেখ টিম ইন্ডিয়া। বিশেষে করে ভারতের টপ ওর্ডার। ব্যাটে রানই পাননি বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলরা। যার ফলে পারথ টেস্ট ছাড়া আর জয় পায়নি ভারতীয় দল। আর ব্রিসবেনে ম্যাচ ডঃ বাকি সব টেস্টেই ব্যর্থ টিম ইন্ডিয়া। আর এই হারে হতাশ পঞ্চম টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া যশপ্রীত বুমরাহ।

ম্যাচ শেষে তিনি বলেন, “ খুব হতাশ লাগছে। কিন্তু কখনও কখনও শরীরের কথা ভাবতেই হয়। শরীরের বিরুদ্ধে লড়াই করা যায় না। ইচ্ছা না থাকলেও তাই মেনে নিতে হয়। এই সিরিজে বোলিং খুব উপভোগ করেছি। রবিবারও বল করতে পারলে ভাল লাগত। কিন্তু প্রথম ইনিংসের পর থেকে একটা অস্বস্তি হচ্ছিল। সকালেও কথা বলি সংশ্লিষ্টদের সঙ্গে। সতীর্থদের উপর অবশ্য ভরসা ছিল। প্রথম ইনিংসে আমাদের অন্য বোলারেরাও বেশ ভাল বল করেযে।“ এখানেই না থেমে বুমরাহ আরও বলেন, “সিরিজে ভালই লড়াই হয়েছে। রবিবার সকালেও আমরা লড়াইয়ে ছিলাম। এই সিরিজ আমাদের অনেক অভিজ্ঞ করবে। অনেক কিছু শিখেছি আমরা। আমাদের দলে এবার অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। যারা প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলল। এই সিরিজ ওদের ভবিষ্যতে সাহায্য করবে। এই অভিজ্ঞতা আগামী দিনে ওদের আরও শক্তিশালী করবে।“

বর্ডার-গাভাস্কর ট্রফিতে বিরাট-রোহিতরা ব্যর্থ হলেও, বল হাতে সফল যশপ্রীত বুমরাহ। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ৩২টি উইকেট নিয়ে সিরিজ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বুমরাহই। বুমরাহর নেতৃত্বেই পারথের টেস্ট জিতে শুরু করেছিল ভারতীয় দল।

আরও পড়ুন- সিডনিতে টেস্ট হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা শেষ ভারতের