Saturday, August 23, 2025

বাংলাদেশ থেকে ফেরা ৯৫ মৎস্যজীবীকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী, গঙ্গাসাগরে অনুষ্ঠানের তোড়জোড়

Date:

বাংলাদেশ থেকে ফেরা মৎস্যজীবীদের গঙ্গাসাগরে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার পরিদর্শনে যাবেন সোমবার। ওইদিনই তিনি গঙ্গাসাগরে কথা বলবেন বাংলাদেশ থেকে ফেরা ৯৫ মৎস্যজীবীর সঙ্গে। উল্লেখ্য মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী ঘরে ফিরছেন।

বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যে জনসীমায় ঢুকে পড়া ৯৫ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছিল। তাদের ফেরাতে কোনওরকম উদ্যোগ নেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকের কাছে আর্জি জানান অবিলম্বে বাংলাদেশে আটক মৎস্যজীবীদের দেশে ফেরাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদনের পর বাংলাদেশে আটক ভারতীয় মৎস্যজীবীদের ফেরানো হচ্ছে। সেইসঙ্গে ভারতে আটক ৯০ জন মৎস্যজীবীকেও বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে। রবিবার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক জল সীমানায়। দু’দেশের উপকূলরক্ষী বাহিনী পরস্পরকে হস্তান্তর করবে। শনিবারই কাকদ্বীপ থেকে আটক ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া বন্দরে আনা হয়েছে। বাকি ৭৮ বাংলাদেশি মৎস্যজীবীকে ওড়িশার পারাদ্বীপ থেকে হলদিয়া আনা হয়েছে। এই ৯০ জনকে হস্তান্তর করা হবে ভারতের পক্ষ থেকে। অন্যদিকে বাংলাদেশ থেকে মুক্ত ৯৫ জন মৎস্যজীবীকে তুলে দেওয়া হবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে। পরদিন অর্থাৎ সোমবার ওই ৯৫ মৎস্যজীবীকে গঙ্গাসাগরে আনা হবে। তাঁদের স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গঙ্গাসাগরে মেলা পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ থেকে ফেরা মৎস্যজীবীদের সঙ্গে দেখা করে কথা বলবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন কাকদ্বীপ সংলগ্ন এলাকার মৎস্যজীবী সকল পরিবার। ‌ মূলত তাঁর উদ্যোগেই বাংলাদেশের জেল থেকে মুক্ত হয়ে ঘরে ফিরতে পারছেন মৎস্যজীবীরা।

আরও পড়ুন- ফের মোদি-রাজ্যে নাবালিকা ধর্ষণ! অভিযুক্ত ১৬ বছরের কিশোর

 

 

 

 

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version