রবিবাসরীয় সকালে হরিয়ানায় ভূমিকম্প!

ছুটির সকালে কেঁপে উঠল উত্তরের রাজ্য। এদিন ভোর ৩টে à§«à§­ মিনিট নাগাদ হরিয়ানায় ভুমিকম্প (Earthquake in Haryana)অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology)জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৩। যদিও এতে হতাহতের কোনও খবর মেলেনি। আতঙ্ক ছড়িয়েছে সোনিপত এবং আশপাশের এলাকায়। এর আগে গত বছরের ২৫ এবং ২৬ ডিসেম্বরে দু’বার কেঁপে উঠেছিল হরিয়ানার সোনিপত। এই নিয়ে ১২ দিনে তিন বার কম্পনে বাড়ছে উদ্বেগ।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই নিয়ে ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যে তিনবার কম্পন অনুভূত হয়েছে তার তীব্রতা ৩ থেকে ৪-এর মধ্যে ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় নেই বললেই চলে। তবু স্থানীয়দের আতঙ্ক কাটাতে প্রশাসনের তরফে একাধিক সচেতনতামূলক পদক্ষেপ করা হচ্ছে।