Friday, November 7, 2025

১) ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হল টিম ইন্ডিয়ার । সিডনিতে চলছিল ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট । সেই টেস্টে অস্টেলিয়ার কাছে ৬ উইকেটে হারল ভারতীয় দল। এই হারের ফলে ২০১৪-১৫ বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হল টিম ইন্ডিয়ার । সিরিজে টিম ইন্ডিয়ার হার ১-৩ ফলে ।

২) ১০ বছর পর বর্ডার-গাভস্কর ট্রফি হাতছাড়া ভারতের। এদিন সিডনি টেস্টে ৬ উইকেটে হারে টিম ইন্ডিয়া। আর এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল ভারতের। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে টীম ইন্ডিয়া। অপরদিকে ভারতকে পঞ্চম টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া।

৩) বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া ভারতের। দীর্ঘ ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হল ভারতের। মুলুত ব্যাটিং ব্যর্থতার কারণেই হারের মুখ দেখ টিম ইন্ডিয়া। বিশেষে করে ভারতের টপ ওর্ডার। ব্যাটে রানই পাননি বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলরা। যার ফলে পারথ টেস্ট ছাড়া আর জয় পায়নি ভারতীয় দল। আর ব্রিসবেনে ম্যাচ ডঃ বাকি সব টেস্টেই ব্যর্থ টিম ইন্ডিয়া। আর এই হারে হতাশ পঞ্চম টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া যশপ্রীত বুমরাহ।

৪) বর্ডার-গাভাস্কর ট্রফিতে একেবারেই ফর্মে ছিলেন না বিরাট কোহলি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে টেস্ট কেরিয়ার শেষ বিরাটের। নেওয়া উচিত অবসর। আর এই আবহের মধ্যে এই নিয়ে এল বড় আপডেট। ভারতীয় দলের সূত্রের খবর, এখনই অবসর নেবেন না বিরাট। দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন ২০২৭ পর্যন্ত। ঘনিষ্ঠ মহলে অবসরের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন কোহলি।

৫) ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হয় ভারতের। আর এই হারের কারণ হিসাবে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারকেই কাঠগড়ায় দাঁড় করালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হলে ৩৫০-৪০০ রান করতে হত ভারতকে।

আরও পড়ুন – বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতের হারের কারণ খুঁজে বার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version