Saturday, December 20, 2025

প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ! আচমকা ঘোষণা জাস্টিন ট্রুডোর

Date:

Share post:

দেশের টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে আচমকাই প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau)। নিজের দল লিবেরাল পার্টি (Liberal Party) ও গভর্নর জেনারেল উভয়ের কাছেই দল ও দেশের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। নিজেই প্রকাশ্যে জানালেন সে কথা।

সম্প্রতি কানাডার অর্থনীতি, সন্ত্রাসদমন ও বৈদেশিক নীতি নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন জাস্টিন ট্রুডো। জি-টোয়েন্টি থেকে একাধিক শীর্ষ সম্মেলনে কার্যত ব্রাত্য থেকে যেতে দেখা গিয়েছে ট্রুডোকে। অন্যদিকে আমেরিকায় রাষ্ট্রপতি পদে ট্রাম্পের (Donald Trump) জয়ী হওয়ার পরে অনুপ্রবেশ ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে বৈঠক হয় দুই রাষ্ট্র নেতার। সেখানেও ব্যাকফুটে চলে আসেন ট্রুডো।

এরপরই ট্রুডোকে কাঠগড়ায় তুলে পদত্যাগ করেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড (Chrystia Freeland)। তিনি অভিযোগ তোলেন অর্থনৈতিক সংস্কারের দিকে নজর না দিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বৈদেশিক বাণিজ্য নিয়ে যে নীতি তিনি নিয়েছেন তাতে দেশের অর্থনীতি আরও তলানিতে চলে যাবে। অন্যদিকে খালিস্তানি (Khalistani) জঙ্গিদের আশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে সুর চালানোর পর ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও বিশ্বের কাছে ট্রুডোর দ্বিচারিতার পর্দা ফাঁস করা হয়েছে।

এই পরিস্থিতিতে সোমবার সকালে ট্রুডো (Justin Trudeau) ঘোষণা করেন তিনি দলের নেতা এবং দেশের প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে চলেছেন। বর্তমানে যে সরকার দেশ পরিচালনা করছে তাদের আদর্শ সংখ্যাগরিষ্ঠতা নেই বলে তিনি জানান। তাই দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন বলেও গভর্নরের কাছে অনুরোধ করেন তিনি। কানাডার পাশে থাকার বার্তা দিলেও তাঁর জমানায় কানাডার সংসদ যে অচলাবস্থার মধ্যে পড়ে রয়েছে তাও স্বীকার করে নেন তিনি। লিবেরাল পার্টিকে (Liberal Party) পরবর্তী নেতা নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন ট্রুডো।

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...