২০০৯ প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ফের পিছয়ে গেল সুপ্রিম কোর্টে (Supreme Court)। সোমবার, শুনানিতে তথ্য সংগ্রহে কিছুটা সময় চান আবেদনকারীরা। পরবর্তী শুনানি দু সপ্তাহ পরে।

এদিনের শুনানি সময়ে যাবতীয় তথ্য গুছিয়ে নেওয়ার জন্য আবেদনকারীরা বেশ কিছুটা সময় চান। তাঁদের দাবি, সরকারের পক্ষ থেকে যে হলফনামা কোর্টে দাখিল করা হয়েছে তার কপি হাতে পাননি তাঁরা। এরপরই সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি জে কে মাহেশ্বরী ও অরবিন্দ কুমারের বেঞ্চ ক্ষোভ প্রকাশ করে বলে, এই মামলায় বার বার রিজয়েন্ডার দিয়ে মামলার শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে। অতি দ্রুত এই মামলাটির শুনানি করতে হবে, কারণ বহু মানুষের নিয়োগ আটকে আছে- পর্যবেক্ষণে বলেন দুই বিচারপতি।
–

–

–

–

–

–

–

–
