Saturday, May 3, 2025

সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে বাধা বিজিবির, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

বাংলাদেশে ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন লেগেই আছে।এই পরিস্থিতেতে এবার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজিবির বিরুদ্ধে। মঙ্গলবার মালদার বৈষ্ণনগর থানা এলাকার সুখদেবপুর গ্রামের সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি বিএসএফকে বাধা দিয়েছে শুনে সেখানে জড় হন গ্রামবাসীরা। ভারতীয় বাহিনীর পাশে দাঁড়িয়ে বন্দেমাতরম স্লোগান দিতে থাকেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুখদেবপুর গ্রামে ১০০ মিটারের কিছু বেশি জায়গায় সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। সেখানে বেড়া দেওয়ার জন্য বছরখানেক আগে বিজিবির সঙ্গে সহমতে পৌঁছয় বিএসএফ। এর পর শুরু হয় খুঁটি পোতার কাজ। প্রকৃত সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ দূরে পোঁতা হয় খুঁটি। সম্প্রতি সেই খুঁটিতে কাঁটাতার বাঁধার কাজ শুরু হয়েছিল। অভিযোগ তখনই কাঁটাতার লাগাতে বাধা দেয় বিজিবি। এর পর ফ্ল্যাগ মিটিংয়ে বসে দুপক্ষ। অভিযোগ সেখানে পুরনো অবস্থান থেকে সরে আসে বিজিবি। তবে অনুপ্রবেশ রুখতে বেড়া দিতে মরিয়া ছিল বিএসএফ।

এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাংলাদেশের আমার প্রতিবেশী। তাই ফাঁকা সীমান্ত দিয়ে যদি সে দেশ থেকে এখানে লোক ঢুকে পড়ে সেটা দেখার দায়িত্ব বিএসএফের।  কেন্দ্রের ব্যর্থতার জন্য আজকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। আমাদের ভাষা অনেকটা এক। তাই বাংলার উপর একটা চাপ পড়েই, তার প্রভাব পড়ে। বাংলাদেশ নিয়ে একটি কথাও বলছে না কেন্দ্র। তাদের ব্যর্থতার জন্য সীমান্তে কাঁটাতার দিতে ব্যর্থ বিএসএফ।

ওয়াকিবহালমহলের মতে, ভারতকে সংঘর্ষে জড়াতে প্ররোচনা দিচ্ছে বাংলাদেশ। কোনওভাবে ভারত সেই ফাঁদে পা দিলে এক যোগে ভারতকে নিশানা করা শুরু করবে ইসলামিক দেশগুলি।তবে এদিন বিএসএফ আধিকারিকরা খুবই ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন। এব্যাপারে বিএসএফের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনার কথা স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে বিএসএফ।
আসলে বাংলাদেশ অশান্ত হতেই অনুপ্রবেশের আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। স্বাভাবিকভাবেই কেন্দ্রের নির্দেশে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ।সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে তা ভারতের অংশ বলে নথি দিয়ে বিজিবিকে বুঝিয়ে দেওয়া হয়। এরপরই শুরু হয় বেড়া দেওয়ার কাজ। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version