Saturday, May 3, 2025

ক্রমেই ডায়মন্ড হারবারের মানুষের ভরসার স্থল হয়ে উঠেছে সেবাশ্রয়। ৫ দিনে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির বদলে দিয়েছে ডায়মন্ড হারবারবাসীর জীবন। ষষ্ঠদিনেও সেবাশ্রয়কে ঘিরে মানুষের ঢল। প্রথম পাঁচ দিনে ৫৮ হাজার মানুষ পরিষেবা পেয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে। তার মধ্যে বিনামূল্যে ৩২ হাজারেরও বেশি ডায়াগনস্টিক টেস্ট ও ওষুধ বিতরণ করে রেকর্ড গড়ে ফেলল ‘সেবাশ্রয়’!

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী উদ্যোগ এই ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় সেই স্বাস্থ্য শিবির ইতিমধ্যেই অর্ধেক জার্নি পার করে ফেলল। সেইসঙ্গে অর্জন করে ফেলল নজিরবিহীন সাফল্য। যা ইতিমধ্যেই এক বিশ্বরেকর্ডের সমতুল্য বলে বিবেচিত হচ্ছে।

পাঁচ দিনের পরিসংখ্যান বলছে,‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে এখন পর্যন্ত ৫৮,৫৮২ জন মানুষ বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এর মধ্যে ৩২,০৬৭টি ডায়াগনস্টিক টেস্ট করা হয়েছে এবং ৩০,০৪৯ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন। মোট ১,৩৩২ জন রোগীকে জটিল চিকিৎসার জন্য বিশেষ হাসপাতালে রেফার করা হয়েছে।

সোমবার একদিনে রেকর্ড সংখ্যক ১৮,৭৭৫ জন মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন, ৮,৮৯৫টি ডায়াগনস্টিক টেস্ট হয়েছে, ৮,৮৬২ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন এবং ৩০২ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার জন্য জটিল পরীক্ষা-নিরীক্ষা যেমন আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি (ইউএসজি) এবং ইসিজি-ও করা হচ্ছে। সেবাশ্রয় শিবিরে শুরু হয়েছে বোন মিনারেল ডেনসিটি টেস্ট। যে সকল স্বাস্থ্য পারিষেবা এতদিন গরিব মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, তা-ই সেবাশ্রয় শিবিরে বিনামূল্যে পাচ্ছেন মানুষ। ‘সেবাশ্রয়’ দ্রুত বিশ্বের অন্যতম বৃহত্তম মানবিক উদ্যোগের একটি কেস স্টাডি হিসেবে উঠে এসেছে। এর লক্ষ্য প্রান্তিক মানুষের জন্য একটি লাইফলাইন হয়ে ওঠা এবং প্রমাণ করা যে, মানবতার সেবাই সর্বোচ্চ ধর্ম।

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version