Sunday, November 16, 2025

ক্রমেই ডায়মন্ড হারবারের মানুষের ভরসার স্থল হয়ে উঠেছে সেবাশ্রয়। ৫ দিনে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির বদলে দিয়েছে ডায়মন্ড হারবারবাসীর জীবন। ষষ্ঠদিনেও সেবাশ্রয়কে ঘিরে মানুষের ঢল। প্রথম পাঁচ দিনে ৫৮ হাজার মানুষ পরিষেবা পেয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে। তার মধ্যে বিনামূল্যে ৩২ হাজারেরও বেশি ডায়াগনস্টিক টেস্ট ও ওষুধ বিতরণ করে রেকর্ড গড়ে ফেলল ‘সেবাশ্রয়’!

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী উদ্যোগ এই ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় সেই স্বাস্থ্য শিবির ইতিমধ্যেই অর্ধেক জার্নি পার করে ফেলল। সেইসঙ্গে অর্জন করে ফেলল নজিরবিহীন সাফল্য। যা ইতিমধ্যেই এক বিশ্বরেকর্ডের সমতুল্য বলে বিবেচিত হচ্ছে।

পাঁচ দিনের পরিসংখ্যান বলছে,‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে এখন পর্যন্ত ৫৮,৫৮২ জন মানুষ বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এর মধ্যে ৩২,০৬৭টি ডায়াগনস্টিক টেস্ট করা হয়েছে এবং ৩০,০৪৯ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন। মোট ১,৩৩২ জন রোগীকে জটিল চিকিৎসার জন্য বিশেষ হাসপাতালে রেফার করা হয়েছে।

সোমবার একদিনে রেকর্ড সংখ্যক ১৮,৭৭৫ জন মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন, ৮,৮৯৫টি ডায়াগনস্টিক টেস্ট হয়েছে, ৮,৮৬২ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন এবং ৩০২ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার জন্য জটিল পরীক্ষা-নিরীক্ষা যেমন আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি (ইউএসজি) এবং ইসিজি-ও করা হচ্ছে। সেবাশ্রয় শিবিরে শুরু হয়েছে বোন মিনারেল ডেনসিটি টেস্ট। যে সকল স্বাস্থ্য পারিষেবা এতদিন গরিব মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, তা-ই সেবাশ্রয় শিবিরে বিনামূল্যে পাচ্ছেন মানুষ। ‘সেবাশ্রয়’ দ্রুত বিশ্বের অন্যতম বৃহত্তম মানবিক উদ্যোগের একটি কেস স্টাডি হিসেবে উঠে এসেছে। এর লক্ষ্য প্রান্তিক মানুষের জন্য একটি লাইফলাইন হয়ে ওঠা এবং প্রমাণ করা যে, মানবতার সেবাই সর্বোচ্চ ধর্ম।

Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...
Exit mobile version